পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং করতে গিয়ে সাইড স্ট্রেইনের চোটে পড়েন পেসার মুস্তাফিজুর রহমান। একই কারণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। মুস্তাফিজের নাম নেই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ঘোষিত দলে। জানা গেছে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘মুস্তাফিজের এমআরআই করানো হয়েছিল। পরীক্ষার ফল ভালো এসেছে। তবে ওর যেহেতু সাইড স্ট্রেইনে সমস্যা, এজন্য কিছু সময় বিশ্রামে থাকতে হবে। সপ্তাহ খানিক বিশ্রামে থাকবেন। ফিজিও দেখে সিদ্ধান্ত নেবেন। এসব ক্ষেত্রে ২-৩ সপ্তাহও লেগে যায়। তবে সেটি এখনি বলা যাচ্ছে না।’

মুস্তাফিজ যে ম্যাচে ইনজুরিতে পড়েন, সে ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ম্যাড়ম্যাড়ে ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ৮ উইকেটের বড় হারে সিরিজও হারে টাইগাররা। সে ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১৩তম ওভারে হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

লোহার প্রাচীর টপকে মাঠে ঢুকে মুস্তাফিজের পায়ে লুটিয়ে পড়েন তিনি। পরে জানা যায় ওই দর্শকের নাম রাসেল। বাড়ি কুমিল্লায়, থাকেন রাজধানীর আদাবরে। সে ঘটনার পরেই মাঠ ছাড়েন মুস্তাফিজ।

টিআইএস/এটি