আগামীকাল (শুক্রবার) শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই সিরিজের প্রথম ম্যাচটি হবে চট্টগ্রামে। এজন্য আজ (বৃহস্পতিবার) আগে ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মূলত বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের সিরিজের জন্য ২০ সদস্যের দল নিয়ে এসেছে পাকিস্তান। প্রথম ম্যাচের জন্য সেখান থেকে ১২ জনকে বেছে নিয়েছে সফরকারীরা।

বাবর আজমের নেতৃত্বে অভিজ্ঞ ব্যাটিং লাইন-আপ। পেস বিভাগে শাহীন শাহ আফ্রিদি, হাসান আলীদের সঙ্গে আছেন স্পিনার নোমান আলী। 

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে শুক্রবার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও একাদশের বাইরে একজন বাড়তি খেলোয়াড় নিয়ে সংক্ষিপ্ত দল দিয়েছিল পাকিস্তান।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবীদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

টিআইএস/এটি