২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বজয় করে ফেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওই দলের সদস্য অলরাউন্ডার অভিষেক দাস অরণ্য। বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও ভাগ্য নির্মম আচরণ করছে এই তরুণের সঙ্গে। চোটের কারণে মাঠে ফেরা হচ্ছে না তার।

মোহাম্মদ সাইফউদ্দিনের মতো পিঠের চোটে ভুগছেন অভিষেক দাস। এই পেস বোলিং অলরাউন্ডারের উন্নত চিকিৎসার জন্য শুরুতে দুবাই নেওয়ার ভাবনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে শেষমুহূর্তে ভারতেই হচ্ছে অভিষেক দাসের পিঠে একটা ফ্যাকচার অপারেশন। এজন্য বুধবার ভারতে রওয়ানা করেছেন তিনি।

গত বছরের ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের পর দেশে ফিরে মার্চ মাসের ১৫ তারিখ একটি লিস্ট-এ ম্যাচ খেলেন অভিষেক। এরপর চোটের কারণে আর কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামতে পারেননি।

দীর্ঘদিন রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও ফায়দা হচ্ছিল না। দেড় বছর মাঠের বাইরে কাটানোর পরও সেরে উঠছেন না অভিষেক দাস। দেশে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে তাকে। সেখানে অস্ত্রপচারের পর জানা যাবে চোট কাটিয়ে ফিরতে আর কতদিন সময় লাগতে পারে।

টিআইএস/এটি