আবিদ আলি যেন ‘কই মাছের প্রাণ’ নিয়েই নেমেছিলেন। সেঞ্চুরি করেছিলেন, এরপর মধ্যাহ্ন বিরতির আগে-পরে দু’বার বাংলাদেশকে সুযোগ দিয়েও বেঁচে-বর্তে ফেরেন। সেই আবিদ ফিরলেন অবশেষে। তাকে ফেরালেন তাইজুল।

প্রথম সেশনে স্লিপে একটা ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু নাজমুল হোসেন শান্ত সেটা তালুবন্দি করতে পারেননি। তাই অপরাজিত থেকেই মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলেন তিনি। 

বিরতি থেকে ফিরে পেলেন আরও একটা জীবন। সেটা অবশ্য ফরোয়ার্ড শর্ট লেগে থাকা ইয়াসির আলি রাব্বী নিজেই সুযোগটা সৃষ্টি করেছিলেন। তাইজুলের বলে সুইপের স্টান্স নিচ্ছেন দেখেই সরে গিয়েছিলেন ফাইন লেগে, আবিদের সুইপ করা বলটাও গিয়ে পড়ল তার হাতেই, কিন্তু শেষমেশ তা আর হাতে রইলো না। দ্বিতীয় জীবনটাও পেয়ে যান আবিদ।

তবে দুই জীবন পেয়েও খুব বেশি এগোতে পারেননি তিনি। তাইজুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরেছেন সাজঘরে। ফেরার আগে ২৮২ বলে খেলে গেছেন ১৩১ রানের দারুণ এক ইনিংস।

এনইউ