বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নেই এই অলরাউন্ডার। তাকে ছাড়াই সাজাতে হয়েছে টাইগারদের স্পিন বিভাগ। সাকিব না থাকলেও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম একাই করেছেন বাজিমাত। পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৮৬ রানে বেধে ফেলতে বাঁহাতি স্পিনে নিয়েছেন ৭ উইকেট।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে তাইজুল জানালেন, সাকিব না থাকলে ম্যাচে বদলে যায় তার দায়িত্ব।

সংবাদ সম্মেলনে তাইজুল বললেন, ‘শুধু আজকেই না, আগেও সাকিব ভাইকে ছাড়া অনেকগুলো ম্যাচ খেলেছি। সাকিব ভাই থাকলে আমার ভূমিকা একরকম হয়, না থাকলে আরেকরকম হয়। এমন হওয়াই স্বাভাবিক। সাকিব ভাই বাংলাদেশ দলকে অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। সফল একজন ক্রিকেটার। সাকিব ভাই না থাকলে তার ভূমিকা আমাকে পালন করতে হয়।’

ভূমিকার ধরণ ব্যাখ্যা করেন তাইজুল, ‘রান আটকানোর একটা চাপ থাকে, উইকেট নেওয়ারও একটা চাপ থাকে। এই ভূমিকাই পালন করছি আরকি- উইকেটও নিতে হবে, রানও করতে হবে।’

নিষেধাজ্ঞা আর ইনজুরি মিলিয়ে বর্তমান সময়ে মাঠের বাইরেই বেশি সময় পার করছেন সাকিব। টেস্টে এই বাঁহাতি স্পিনারের অভাব পূরণের চেষ্টা করা তাইজুল সীমিত ওভারের দুই ফরম্যাটে নিয়মিত নন। দীর্ঘ বিরতি দিয়ে টেস্ট খেলতে নামেন তিনি। পারফরম্যান্স ধরে রাখেন কীভাবে?

তাইজুল বলেন, ‘আমরা যখন খেলি, প্রক্রিয়া একই থাকতে হয়। যেকোনো জিনিসের ক্ষেত্রেই তাই। ছন্দ ধরে রাখার জন্য প্রক্রিয়া ঠিক রাখা খুব জরুরি। আরও বেশি টেস্ট খেললে আরও ভালো করতে পারতাম, ছন্দ ধরে রাখতে সহজ হত।’

টিআইএস/এমএইচ