৩০০ রানে ইনিংস ঘোষণা করল পাকিস্তান
আর কতক্ষণ ব্যাট করবে পাকিস্তান? পাঁচদিনের ম্যাচে চতুর্থ দিনের প্রথম সেশন শেষ হলেও নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেনি পাকিস্তান। মধ্যাহ্নভোজের বিরতিতে প্রশ্ন উঠল, ঠিক কী ভাবনা চলছে সফরকারী শিবিরে? স্কোরবোর্ডে ২৪২ রান তুলেও কেন ইনিংস ঘোষণা করলেন না অধিনায়ক বাবর আজম, যেখানে এখনো ৩ ইনিংসের খেলা বাকি! হাতে সময় মাত্র ৫ সেশন।
এমন না যে পাকিস্তান টস জিতে টানা ৪ দিন ব্যাটিং করছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আগের তিন দিন খেলাই যে হয় মোটে ৬৩ ওভারের মতো। আজ (মঙ্গলবার) ম্যাচের চতুর্থ দিনেও খেলা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর। যেখানে ২ উইকেট হারিয়ে আগের ১৮৮ রানের সঙ্গে আজ ১১২ রান যোগ করে পাকিস্তান। ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩০০ রান তুলে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
বিজ্ঞাপন
৪ উইকেটে ২৪১ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ২৬ ও ফাওয়াদ আলম ১৯ রান নিয়ে ব্যাট করতে নেমে চড়াও হন বাংলাদেশ দলের বোলারদের উপর। রান তোলায় ব্যস্ত দুই ব্যাটসম্যান রান করেন বলের সঙ্গে পাল্লা দিয়ে অনেকটা ওয়ানডে স্টাইলে। পরে দুজনেই পান অর্ধশতকের দেখা। রিজওয়ান নিজের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ও ফাওয়াদ তুলে নেন দ্বিতীয় ফিফটি।
প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও দেখা যায়নি সূর্যের মুখ। সকালের মতো স্যাঁতস্যাঁতে আবহাওয়া দুপুরেও। তবে সকালে যে উত্তাপ ছড়ালেন খালেদ আহমেদ, এবাদত হোসেনরা সেটি ধরে রাখতে পারেননি দ্বিতীয় সেশনে। পেসারদের মতো নির্বিষ স্পিনাররাও। উইকেট থেকে সুবিধা পেলেও সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানাতে পারেননি।
বিজ্ঞাপন
দ্বিতীয় সেশনে সফরকারীরা ব্যাট করে ১৬ ওভার। যেখানে দুই ব্যাটসম্যান রিজওয়ান ও ফাওয়াদ তোলেন ৫৯ রান। ২৬ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা রিজওয়ান এক ফাঁকে তুলে নেন নিজের সপ্তম টেস্ট ফিফটি। মাত্র ৮৬ বলে আসে তার এই অর্ধশতক। সমান তালে পাল্লা দিয়েছেন ফাওয়াদও। তিনি এই মাইলফলক স্পর্শ করেন ৯৬ বলে।
তাদের ১০৩ রানের অবিচ্ছেদ্য জুটিতে দলীয় স্কোর তিনশ পার করে সমান ৩০০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। রিজওয়ান ৫৩ ও ফাওয়াদ ৫০ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে তাইজুল ২টি এবং এবাদত ও খালেদ ১টি করে উইকেট নেন।
টিআইএস/এটি/এনইউ