স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনবাংলা ফুটবল দলকে আগামীকাল সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের বিভিন্ন জেলায় চ্যারিটি ম্যাচ খেলে দেশের স্বাধীনতাকামী মানুষের জন্য অর্থ জোগাড় করেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। 

বাফুফে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন নিজেও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। ২০০৮ সালে বাফুফে সভাপতি হওয়ার পর তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সংবর্ধনার আয়োজন করেছিলেন। এবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে পুনরায় বাফুফের পক্ষ থেকে স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনার আয়োজন। 

স্বাধীন বাংলা ফুটবল দলের এই আয়োজনটি একটু ব্যতিক্রম হবে। গত কয়েক দশকে স্বাধীন বাংলা ফুটবল দলের অনুষ্ঠানে অনুপস্থিত থাকতেন কিংবদন্তি ফুটবলার এনায়েতুর রহমান খান। কানাডা প্রবাসী এনায়েত দেশে এসেছেন সম্প্রতি। তাকে সম্মাননা জানানোর পাশাপাশি পুরো দলকে স্বাধীনতায় ৫০ বছরের ক্ষণে সংবর্ধনার আয়োজন করছে বাফুফে। 

আগামীকাল দুপুরে বাফুফে ভবনে অনুষ্ঠেয় সংবর্ধনায় উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন উপস্থিত থাকবেন।

এজেড/এমএইচ