ফলো অনের শঙ্কা গতকাল শেষ বিকেলেই চোখ রাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। সে শঙ্কা আজ সকালে আরও বেশি প্রকট হয়ে উঠেছে। দিনের শুরুতেই বিদায় নিয়েছেন তাইজুল ইসলাম। 

টানা তিন দিন গোমরামুখো থাকার পর আজ সকালে মিঠেল রোদে হেসেছে মিরপুরের আকাশ। তবে সে হাসি মোটেও ছড়িয়ে পড়েনি বাংলাদেশ দলে। আগের দিনের সাত উইকেটের পর এবার বাংলাদেশ দিনের দ্বিতীয় ওভারেই হারাল উইকেট। 

পঞ্চম দিনের শুরুতে শাহিন শাহ আফ্রিদির ওভারটা সাকিব পার করে দিয়েছিলেন নির্বিঘ্নেই। ঝামেলা বাধালো সাজিদ খানের দ্বিতীয় ওভারটা। ইনিংসের ২৮তম ওভারের শেষ বলটা সাজিদ করেছিলেন ফুলার লেন্থে। তা সোজা গিয়ে আঘাত হানল তাইজুলের প্যাডে। সাজিদ বলটা করেছিলেন রাউন্ড দ্য উইকেট থেকে, অ্যাঙ্গেলের কারণে যা আবার লেগ স্টাম্প মিস করে যাওয়ার সুযোগও ছিল। সে ভাবনা থেকেই হয়তো, রিভিউ নিয়ে সিদ্ধান্তটা বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন তাইজুল। তবে রিভিউতে বাংলাদেশের ভাগ্য বদলায়নি।

পরের উইকেটের জন্যও পাকিস্তানকে বড় অপেক্ষা করতে হয়নি। শাহিন শাহর পরের ওভারেই মিলেছে সাফল্য। খালেদ আহমেদকে বোল্ড করে সাজঘরের রাস্তা দেখিয়েছেন তিনি। তাতেই বাংলাদেশ চলে গেছে খাদের কিনারায়, ফলো অন এড়াতে যে এখনো ২৪ রান চাই দলের!

এনইউ