অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বর্তমানে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নামবে জুনিয়র টাইগাররা। আগামী মাসেই বসবে আরেকটি বিশ্বকাপ। তবে এক মাসের কম সময় বাকি থাকলেও এখনো বিশ্বকাপ নিয়ে ভাবনা নেই বাংলাদেশের। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসানের ভাবনা চলতি মাসে শুরু হতে যাওয়া এশিয়া কাপ ঘিরে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাকিবুল বললেন, ‘দল নিয়ে আমরা এখন আত্মবিশ্বাসী। গত ২-৩ মাসে কয়েকটি সিরিজ খেলেছি। সর্বশেষ সিরিজে খুব ভালো করেছি। দল হিসেবে গুছিয়ে নিচ্ছি, সবাই ভালো পারফরম্যান্স করছি। আশাবাদী- এশিয়া কাপে ভালো করব। এশিয়া কাপ ও বিগত দুই-তিন সিরিজের অভিজ্ঞতায় বিশ্বকাপে ভালো করার চেষ্টা করব।’

১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ভাবনা কথা জানিয়ে রাকিবুল বলেন, ‘শিরোপা ধরে রাখার ব্যাপারে আমরা এখনও ভাবছি না। গতবার খুব ভালো ক্রিকেট খেলেছি, এজন্যই চ্যাম্পিয়ন হয়েছি। এবারও বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগ রাখছি। আত্মবিশ্বাস ও প্রস্তুতি ভালো দেখেই ভারতের বিপক্ষে ভালো করেছি। দোয়া করবেন যেন বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে পারি।’

এশিয়া কাপ খেলতে আগামী ২০ ডিসেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই টুর্নামেন্টে বি গ্রুপে পড়েছে টাইগার যুবারা। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল, নেপাল অনূর্ধ্ব-১৯ দল ও কুয়াতে অনূর্ধ্ব-১৯ দল। এশিয়াকাপে নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ আগামী ২৩ ডিসেম্বর। কুতের সঙ্গে দ্বিতীয় ম্যাচ ২৫ ডিসেম্বর ও শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৮ ডিসেম্বর।

টিআইএস