অধিনায়কত্ব পেয়ে ‘পুরোনো স্মৃতি’ মনে পড়েছে স্মিথের
নিজের সময়ের সেরা অধিনায়ক হওয়ার সম্ভাবনাটা ভালোভাবেই ছিল স্টিভেন স্মিথের। কিন্তু বল টেম্পারিং কাণ্ড এলোমেলো করে দিয়েছে সব। আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নির্বাসিত ছিলেন এক বছর। এরপর আবার ক্রিকেটে ফিরলেও কখনও অধিনায়কত্ব পাবেন না স্মিথ, শোনা যাচ্ছিল এমনটি।
তবে চলতি অ্যাশেজের আগে স্মিথকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্টেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপুস্থিতিতে অধিনায়কত্ব করেন স্মিথ। নেতৃত্ব পেয়ে পুরোনে অনেক স্মৃতি মনে পড়েছে বলে জানিয়েছেন অজি ব্যাটার।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘এটা খুবই উপভোগ্য সপ্তাহ ছিল কামিন্সের অনুপুস্থিতিতে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়া। গ্যাবায় যেটার শুরু হলো সেটাও আমরা ধরে রাখতে পেরেছি। এটা পুরোনো অনেক স্মৃতি ফিরিয়ে এনেছে। আমি মজা করেছি। এটা আসলে কামিন্সের দল, আমি সহ অধিনায়ক। আমি তাকে যেকোনোভাবে সাহায্য করে যাবো। এটাই আমার কাজ। আশা করি ব্যাট হাতেও দলকে নেতৃত্ব দিয়ে যেতে পারবো।’
অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডকে ২৭৫ রানের বড় ব্যবধানে হারিয়ে ২-০তে সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্ক। ম্যাচে ৪৩ ওভার ১ বল হাত ঘুরিয়ে ৮০ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। অনেকদিন পর তাকে এমন বোলিং করতে দেখেছেন স্মিথ।
বিজ্ঞাপন
তিনি বলছেন, ‘আমার মনে হয় সেরা বোলিংটা করতে দেখলাম তাকে অনেকদিনের মধ্যে। সে কন্ডিশনটা খুব ভালো বুঝেছে, বুঝতে পেরেছে সুইং হচ্ছে না। একটা সুন্দর লাইন ও লেন্থে বল করেছে। পুরোটা ম্যাচেই অবিশ্বাস্য ভালো বল করেছে আমাদের বোলিং আক্রমণের নেতৃত্বও দিয়েছে।’
‘রুটকে আগের দিন শেষ বলে ফেরাতে পারাটা অনেক বড় ব্যাপার ছিল আমাদের জন্য। তার অবশ্যই যথেষ্ট কষ্ট আছে কিন্তু আমি স্টার্কের বোলিংটাকে সরিয়ে রাখতে পারি না। সে খুব সুন্দরভাবে সব সেট আপ করেছে, রাউন্ড দ্য উইকেটে এসেছে কারণ রুট খুব ভালোভাবে স্টার্কের বলগুলো ছেড়ে দিচ্ছিলো।’
অ্যাডিলেড টেস্টে ৬ উইকেট নিয়ে জেসেন গিলেস্পিকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ১৮তম স্থানে উঠে এসেছেন স্টার্ক। স্মিথ বলেছেন, ‘সে একজন ক্লাস বোলার। সেরা কয়েকজন টেস্ট খেলুড়ে বোলারের মতোই তার স্ট্রাইক রেট উন্নতি করছে। সে যেভাবে ম্যাচটিতে খেলেছে, আমি সত্যিই পছন্দ করেছি। পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে বল করেছে, দুর্দান্ত লাইন ও লেন্থ ধরে রেখেছে।’
এমএইচ