এখনও ঢাকার মালিক বিসিবি, অস্বস্তিতে চট্টগ্রাম
গত ২২ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬টি ফ্র্যাঞ্চাইজির নাম। ২৭ ডিসেম্বর ড্রাফটের আগে ঢাকার মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়। গ্যারান্টি মানি জমা দিতে না পারায় ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারায় মার্ন ও রুপা গ্রুপ। এরপর বিসিবির তত্ত্বাবধানে ড্রাফটে অংশ নেয় ঢাকা। পরে বিপিএল গর্ভনিং কাউন্সিল থেকে জানানো হয়, দল সাজালেও বিসিবির হাতে থাকবে না ফ্র্যাঞ্চাইজি মালিকানা। স্পন্সরশিপ বা মালিকানা পরিবর্তন করবে বিসিবি।
ড্রাফটের পর তিনদিন পার হলেও এখনো মালিকানা পরিবর্তন হয়নি। এখন পর্যন্ত বিসিবির হাতেই ঢাকার ফ্র্যাঞ্চাইজির কর্তৃত্ব। এ নিয়ে খানিক অস্বস্তি প্রকাশ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানাধীন আকতার গ্রুপ।
বিজ্ঞাপন
আজ (বুধবার) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আকতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিফাতুজ্জামান বলেন, ‘প্রথমত বলতে পারেন এটা আমাদের জন্য আশ্চর্যজনক ব্যাপার হয়ে এসেছিলো। আমরা বোর্ডের সাথে আলোচনা করেছি, তারা জানিয়েছে অনেকটা দুর্ঘটনাবশত এমনটা হয়েছে। যে নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি ছিলো তারা কিছু জিনিস ঠিকঠাক করতে পারেনি বলে শেষ মুহূর্তে তাদের মালিকানা বাতিল হয়।’
সঙ্গে যোগ করেন তিনি, ‘ওই মুহূর্তে বিসিবি আসলে কাকে দিবে সেটা কঠিন ছিলো। তারা বলেছে এটা কাউকে না কাউকে দেওয়া হবে। তো এটা হলে আপনারা যেটা বলছেন সেটা (বিসিবির দল বলে পক্ষপাতিত্ব নিয়ে সন্দেহ) আমাদের মাথায় ঘুরপাক খাবে না।’
বিজ্ঞাপন
এবার ড্রাফট থেকে বেশ শক্ত দলই গড়েছে ঢাকা। মাহমুদউল্লাহ রিয়াদের পর তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, নাঈম শেখের সঙ্গে দলে টেনেছে মোহাম্মদ শাহজাদ, ইসুরু উদানার মতো ক্রিকেটারদের। ড্রাফট শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানিয়েছেন, দল সাজালেও বিসিবির হাতে থাকবে না ফ্র্যাঞ্চাইজি মালিকানা। স্পন্সরশিপ বা মালিকানা পরিবর্তন করবে বিসিবি।
ঢাকার হেড কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। তার হাত ধরেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছিল খুলনা।
টিআইএস/এনইউ/এটি