ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে মধ্যাঞ্চলের সঙ্গী দক্ষিণাঞ্চল
ব্যাট ও বলে আলো ছড়ালেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতেই বিপদে পড়া দলকে নিয়ে লড়াই চালালেন। জুটির শত রানের সঙ্গে পঞ্চাশ ছাড়ালেন নিজের ব্যক্তিগত সংগ্রহও। কিন্তু ইমরুল কায়েসের কাছে ব্যর্থ হয়ে পড়ল সেসব। ফাইনালে যেতে পারেনি মাহমুদউল্লাহদের উত্তরাঞ্চল।
৪ উইকেটে হেরে যাওয়া এই ম্যাচ জিতলেই দুই জয় নিয়ে তাদের সুযোগ থাকতো ফাইনালে যাওয়ার। ওদিকে ওয়ালটন মধ্যাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে দক্ষিণাঞ্চল। ফাইনালেও তাদেরই মুখোমুখি হবে দলটি।
বিজ্ঞাপন
উত্তর ও পূর্বাঞ্চলের ম্যাচে ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে মাহমুদউল্লাহ রিয়াদের দল। উত্তরাঞ্চলের হয়ে ১২০ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও মার্শাল। দুইজনের ফিফটিতে ২১৬ রানের পুঁজি পায় দলটি। মাহমুদউল্লাহ ৬৬ ও মার্শাল আইয়ুব করেন ৫৪ রান।
রান তাড়ায় ইমরুলের ৭১ রানের ইনিংসে ৭৩ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় পূর্বাঞ্চল। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন এই ওপেনার। মাহমুদউল্লাহ বল হাতে নিয়েছেন তিন উইকেট।
বিজ্ঞাপন
অন্যদিকে দক্ষিণাঞ্চলের বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২২০ রান করে মধ্যাঞ্চল। দলটির পক্ষে ৯৫ বলে ৪৬ রান করেন আব্দুল মজিদ। ৫৭ বলে ৪৪ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
তবে মধ্যাঞ্চলের সংগ্রহের বড় কৃতিত্বটা আবু হায়দার রনির। মূলত পেসার এই ক্রিকেটার ২৭ বলে করেছেন ৫৪ রান। হাঁকিয়েছেন ৬ চার ও ৪ ছক্কা। ১০ ওভারে ২ মেডেনসহ ৬৩ রান দিয়ে ৪ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
জবাব দিতে নেমে পিনাক ঘোষ ও তৌহিদ হৃদয়ের ফিফটিতে ৮ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল। ৭৯ বলে ৫৪ রান করে পিনাক আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। ৭৮ বলে ৬৫ রান করেন তিনি।
এমএইচ