নিউজিল্যান্ডে ঐতিহাসিক এক টেস্ট জিতেছে বাংলাদেশ। এমনিতেই তাই আলোচনায় জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তবে এর মধ্যেও আলাদা কিউই পেসার কাইল জেমিসনের সঙ্গে তার একটি ছবি। উচ্চতায় জেমিসনের প্রায় অর্ধেক মুমিনুল।

তাদের দুজনের সামনাসামনি দাঁড়ানো একটি ছবি নিয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচনা হয়েছিল বেশ। তবে এবার যেন ছাড়িয়ে গেল সবকিছুকে। ভারতের কলকাতার পুলিশ তাদের দুজনের ছবিটি ব্যবহার করেছেন করোনা সতর্কতার প্রচারে।

এমনিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই অবস্থা ঠেকাতে ভারতের পুলিশ অফলাইনের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করছে। এবার ওই কাজে ব্যবহার করা হলো ক্রিকেটকে।

বেশ কিছু মজার মিম তৈরি হয়েছিল ‍মুমিনুলের সেই ছবি নিয়ে। কলকাতা পুলিশ ছবিটি ব্যবহার করে জেমিসনকে ‘করোনার তৃতীয় ঢেউ’ বলে লিখেছে। অন্য দিকে মুমিনুলকে লেখা ‘মাস্ক ছাড়া রাস্তায় যারা’।

এমএইচ