বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি পড়েছে। আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের। বরাবরের মতো এবারও শুরুর আগেই আলোচনায় বিপিএল। তবে সেটি ইতিবাচকের চেয়ে নেতিবাচকই বেশি। বিপিএলের এবার থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), ভালো মানের বিদেশি আম্পায়ার। তামিম ইকবাল মনে করেন, করোনাভাইরাসের মধ্যে প্রতিকূল পরিবেশে বিপিএল মাঠে গড়াচ্ছে, সেটিই প্রশংসার দাবিদার।

আজ (সোমবার) মিনিস্টার গ্রুপ ঢাকা দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে এই ওপেনার জানালেন, সমালোচনা বন্ধ করে বিপিএলের প্রশংসা করা উচিৎ।

তামিমের ভাষায়, ‘দল কেন এরকম, ডিআরএস নেই, আম্পায়ারিং এই করবে, সেই করবে...। দেখুন, ঘাটতি অবশ্যই থাকবে, সব জায়গায়ই ঘাটতি থাকে। কোন পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এটা বুঝতে হবে। পিএসএল (পাকিস্তান সুপার লিগ) একই সময়ে হচ্ছে। তারপরও যে টুর্নামেন্টটা হচ্ছে, এটার প্রশংসা করা উচিৎ।’

ডিআরএস বিতর্ক ভুলে বিপিএল থেকে ইতিবাচক দিক খুঁজে বের করতে বললেন তামিম। ডিআরএস থাকলে খুশি হতেন তিনি, না থাকায় সমালোচনায় জায়গা দেখেন না।

তামিম বলছিলেন, ‘ডিআরএস তো গত বিপিএলগুলোতে ছিল। আমি নিশ্চিত এবার কোনো না কোনো কারণে ডিআরএস নেই। আমি ব্যক্তিগতভাবে ডিআরএস থাকলে অবশ্যই খুশি হতাম, কারণ কোনো ডিসমিসালে আমি আউট না হয়ে থাকলে সেখানে আমার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এটা নিয়ে আমরা শুধু নেতিবাচক কথা বলব এর পক্ষে আমি না।’

যোগ করেন তামিম, ‘আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের অনেক ইতিবাচক দিক আছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, এখান থেকে এক-দুইটা খেলোয়াড় বাংলাদেশ পেয়ে যেতে পারে। খারাপ আমরা সবসময় খুঁজে বের করতে পারবো। আসুন সেদিকে নজর না দেই। ভালো যা কিছু পাব তাতে মনোযোগ দেওয়া যাক। নেতিবাচক চিন্তা করলে আপনি সারাদিন বলতে পারবেন। তাই ইতিবাচক থাকা উচিৎ।’

টিআইএস/এমএইচ