বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব ছাড়ার পর আবার বাংলাদেশে এসেছেন স্টিভ রোডস। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শকের ভূমিকায় তিনি। জাতীয় দলের গুরুভার নেমে যাওয়ার পর এবারই প্রথমবারের মতো বাংলাদেশে এলেন রোডস। আজ (মঙ্গলবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, সম্মানিত বোধ করছেন তিনি।

মিরপুরে কুমিল্লা দলের অনুশীলন শেষে রোডস বলছিলেন, ‘এখানে ফিরে এসে ভালো লাগছে। আসার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমাকে সাদরে গ্রহণ করেছে, এটা খুব ভালো লেগেছে। মানুষ অনেক সমাদর করছে। তাই বাংলাদেশে ফিরে আসতে পেরে সম্মানিত বোধ করছি। এই জায়গায় আমি অনেক উপভোগ করি।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতায় দায়ে চাকরি যায় রোডসের। নতুন দায়িত্বে বাংলাদেশে ফিরে আবার সে প্রসঙ্গে কথা বলতে হলো তাকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা সংবাদমাধ্যম, কারো সঙ্গেই এই ইস্যুতে আর কথা বলতে চান না তিনি।

রোডসের জবাব, ‘বিসিবি বা কারও সাথে আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। এটা অতীত। তবে যেটুকু বলতে পারি- বিশ্বকাপের ম্যাচগুলোর দিকে তাকালে দেখবেন আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারিনি। এছাড়া বাকি সব ম্যাচেই আমরা ভালো খেলেছি। ইংল্যান্ড, ভারতের বিপক্ষে হেরে গেলেও আমরা লড়াই করেছি, হাল ছাড়িনি।’

যোগ করেন রোডস, ‘আমাদের ভালো কিছু জয় ছিল। নিউজিল্যান্ডকে চেপে ধরেছিলাম। আমার মনে হয় মানুষ যেভাবে ভাবে ততটা খারাপ আমরা করেছিলাম। মানুষের অভিমত থাকবেই। তবে এখন এসব নিয়ে বলতে চাই না। ফিরে এসে ভালো লাগছে, এটুকুই।’

বিপিএলের দল কুমিল্লা পরামর্শক হয়ে এসেছেন রোডস। আপাতত নিজের কাজেই পূর্ণ মনোযোগ তার। বললেন, ‘কুমিল্লা দারুণ একটি ফ্র্যাঞ্চাইজি। তাদের অনেক সাফল্য আছে। এবার কিছুটা অবদান রেখে তাদের সাফল্যে আমি যেন অংশ হতে পারি এজন্যই এসেছি। সালাউদ্দিন অনেক সফল একজন কোচ। শুধু বিপিএলে নয়, অনেক ক্রিকেটারের জন্যও সে দারুণ ভূমিকা রেখেছে। আশা করি প্রধান কোচ হিসেবেও তার সাফল্য অব্যাহত থাকবে। আমি এখানে সহায়তার জন্য এসেছি; শুধু খেলোয়াড় নয়, কোচদেরও সহায়তা করবো। আশা করি আমার অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগবে, আমিও এখান থেকে শিখব।’

টিআইএস/এনইউ