এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুব বেশি তারকা বিদেশি ক্রিকেটার নেই। যে কয়েকজন ক্রিকেটার এবার এসেছেন, তাদের মধ্যে বড় নাম ওয়েন্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একই সময় পাকিস্তান সুপার লিগ শুরু হলেও বিপিএল খেলতে এসেছেন তিনি। মাঠ মাতাবেন মিনিস্টার গ্রুপ ঢাকার হয়

আগামীকাল (শুক্রবার) বিপিএলের উদ্বোধনি দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ঢাকা। এ ম্যাচ শুরুর আগে রাসেলকে নিয়ে বার্তা দিয়ে রাখলেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। জানালেন, রাসেল প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে।

মিরপুরে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বললেন, ‘রাসেল অনেক বড় প্লাসপয়েন্ট। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে এরকম খেলোয়াড় আপনার দলে থাকলে তার ওপর ভরসা করতেই পারেন। আশা করি কাল গুড মুডে থাকবে।’

তবে শুধু রাসেলের দিকেই তাকিয়ে থাকছেন না মাহমুদউল্লাহ। অনুশীলনে বড় শটের অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন, ‘(অনুশীলনে মারমুখী) কমবেশি সবাই বল বাইরে পাঠিয়েছে (হাসি)। মুশফিক, সাকিব, তামিম সবাই পাঠিয়েছে। তবে হ্যাঁ, যেহেতু ৫-৬ এ ব্যাট করতে হয় অনেক সময় রেঞ্জ হিটিংয়ের প্রয়োজন হয়, ওটাই অনুশীলন করছি।’

তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদের নিয়ে ব্যাটিং ইউনিট বেশ শক্ত ঢাকার। রুবেল হোসেন, শফিউল ইসলাম, এবাদত হোসেন, ইসুরু উদানাদের নিয়ে পেস বোলিং আক্রান্তও বেশ শক্ত। সেখানে আরো বেশি স্বস্তি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার উপস্থিতি। তবে চোটের কারণে প্রথম দুই ম্যাচে মাহমুদউল্লাহ পাচ্ছেন না মাশরাফিকে।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বললেন, ‘মাশরাফি ভাই থাকলে দলের পেস বোলিং ডিপার্টমেন্ট আরও সমৃদ্ধ হয়ে যায়। কন্ডিশন বিবেচনায় উনার অভিজ্ঞতা অনেক কাজে আসে। প্রথম দুইটা ম্যাচে উনাকে সম্ভবত পাব না। তৃতীয় ম্যাচে তিনি থাকবেন ইনশাআল্লাহ্‌, আমি আশাবাদী।’

টিআইএস