সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড: ১৭.৩ ওভারে ৭৭ ( সারা ২৯, ম্যাকগিল ২২; সালমা ৯-২, সুরাইয়া ১২-২, নাহিদা ২০-৩, রিতু ১০-১, মেঘলা ১১-২)।
বাংলাদেশ: ১৫.২ ওভারে ৭৮/১ (মুর্শিদা ৫০*, ফারজানা ২০*; ক্যাথরিন ১২-১)।
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মুর্শিদা খাতুন।

আগের দুই ম্যাচেও বাংলাদেশ বেশ দাপুটে পারফর্ম্যান্সই দেখিয়েছিল। সে ধারা ধরে রাখল আজও। তাতে স্কটল্যান্ড বাধাটাও অনায়াসেই টপকে গিয়েছে বাংলাদেশ। তাদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়েই দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তাতে কমনওয়েলথ গেমসের আরও কাছে চলে গেছে বাংলাদেশ দল। 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই স্কটিশদের চেপে ধরে বাংলাদেশ। সুরাইয়া আজমিন শুরুতেই ফিরিয়ে দেন স্কটিশ ওপেনার অ্যাবি অ্যাটকিন-ড্রামন্ড ও অধিনায়ক ক্যাথরিন ব্রাইসকে। 

সেই ধাক্কা সামলানোর একটা চেষ্টা অবশ্য করেছিল দলটা। সারা ব্রাইস আর ক্যাটি ম্যাকগিলের জুটি আশাও দেখাচ্ছিল স্কটিশদের। ৩৮ রান যোগ করার পর অবশেষে ভাঙে তাদের সেই জুটি। ১৩ বলে ২২ রান তুলে স্কটিশদের আশা দেখানো ম্যাকগিল ফেরেন নাহিদা আক্তারের শিকার হয়ে। সেই ধাক্কা আর স্কটিশরা সামলে উঠতেই পারেনি।

ম্যাকগিলের বিদায়ের পরই সারাকে ফেরান সানজিদা আক্তার। এরপর বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। শেষ ২৭ রানে ৮ উইকেট হারিয়ে তাদের ইনিংস শেষ হয় মাত্র ৭৭ রানেই। 

মাত্রই ৭৮ রানের লক্ষ্য, মামুলি তো বটেই। কিন্তু সেই লক্ষ্যই কিছুটা কঠিন মনে হচ্ছিল ইনিংসের প্রথম বলে শামিমা সুলতানার বিদায়ে। অধিনায়ক ক্যাথরিনের বলে সারা ব্রাইসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে মুর্শিদা খাতুন আর প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে ১০০০ রানের কীর্তি গড়া ফারজানা হকের অপরাজিত ৭৮ রানের জুটি দলকে নিয়ে যায় জয়ের বন্দরে। ৫০ রানে অপরাজিত থাকা মুর্শিদার হাতে ওঠে ম্যাচ-সেরার পুরস্কার।

কমনওয়েলথ বাছাইপর্বে এবার খেলছে পাঁচ দল। এখান থেকে মাত্র এক দলের সুযোগ হবে কমনওয়েলথের মূল পর্বে খেলার। রাউন্ড রবিন ফরম্যাটে সব ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দলটিই খেলবে সেখানে। 

বাংলাদেশ জয়ের হ্যাটট্রিক করেছে। একই কীর্তি দেখিয়েছে শ্রীলঙ্কান মেয়েরাও। ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে ভার্চুয়াল ফাইনাল। আগামী সোমবার সেই ফাইনাল, সেখানে জিতলেই বাংলাদেশ পাড়ি জমাবে আগামী জুলাই থেকে আগস্টে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে। 

এনইউ/এটি