বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপাজয়ী অধিনায়ক ইমরুল কায়েস। ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি এনে দেন তিনি। এবারও কুমিল্লার অধিনায়কের দায়িত্ব উঠেছে ইমরুলের কাঁধে। টুর্নামেন্টে নিজের দলকে প্রথম দুই ম্যাচেই জয় এনে দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এতে অধিনায়ক ইমরুলকে প্রশংসা বন্যায় ভাসাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক হেড কোচ স্টিভ রোডস।

দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে ৬৩ রানের বড় ব্যবধানে হারায় কুমিল্লা। এ ম্যাচ জয়ের পর কুমিল্লা দলের পরামর্শক রোডস বলেছেন, ‘ইমরুল দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছে। প্রথম ম্যাচেও ভালো করেছে। অধিনায়ক হিসেবে সে পরিপক্ব হয়ে উঠছে। এটা ভালো লক্ষণ।’

ইমরুল রোডসের প্রিয় ছাত্র। ২০১৯ ওয়েনডে বিশ্বকাপের পর রোডস চাকরি হারান। নতুন কোচ হিসেবে যোগ দেন রাসেল ডমিঙ্গো। এরপর জাতীয় দলের রঙিন পোশাক আর গায়ে ওঠেনি ইমরুলের। বলা যায় ডমিঙ্গোর গুডবুকে নাম নেই ইমরুল কায়েসের।

২০১৯ বিশ্বকাপ ব্যর্থতায় দায়ে চাকরি যায় রোডসের। এরপর সে বছরই বিপিএল দিয়ে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন তিনি। সে যাত্রায় না হলেও এবার এসেছেন কুমিল্লা দলের দায়িত্ব নিয়ে। পাচ্ছেন সফলতার দেখা।

রোডস বলছিলেন, ‘আমি এখানে ফিরে বিপিএলে কাজ করতে চেয়েছিলাম। ২০১৯ সালে বিপিএল দেখে মুগ্ধ হয়েছিলাম। এবার যুক্ত হতে পেরে তাই ভালো লাগছে। এটা ভালো একটি প্রতিযোগিতা।’

সঙ্গে যোগ করেন, ‘সালাউদ্দিন (হেড কোচ) অনেক খুশি। আমরা মাটিতেই পা রাখছি। সামনে অনেক পথ পাড়ি দেওয়ার বাকি। ছেলেদের স্বাধীনভাবে খেলতে দিতে হবে। এই জয়গুলো উপভোগ করে সামনের ম্যাচগুলোর জন্য প্রস্তুত হতে হবে।’

টিআইএস/এটি