১৫ বছরের লম্বা ক্যারিয়ার। আরেক প্রান্তে ব্যাটসম্যান এসেছেন-চলে গেছেন। পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের উদ্বোধনী জুটির একটা জায়গা নিজের করে রেখেছেন তামিম ইকবাল। ইনজুরিসহ নানা কারণে গত কয়েক মাস ধরেই টি-টোয়েন্টি খেলছিলেন না তামিম। খেলেননি গত বছরের বিশ্বকাপেও। 

এবার আরও ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। অন্যরা যখন বাকি দুই ফরম্যাট ছেড়ে টি-টোয়েন্টিতে ঝুঁকছেন, তামিম কেন উল্টো পথে হাঁটছেন? 

বৃহস্পতিবার চট্টগ্রামে মিনিস্টার ঢাকার হয়ে অনুশীলনের পর সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তামিম। সেখানেই জানিয়েছেন, ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছেন টেস্ট খেলার। আগামী ছয় মাস নিজের সব মনোযোগ ওয়ানডে ও টেস্টে দিতে চান বলে জানান তিনি।

তামিম বলেন, ‘অনেক ক্রিকেটারই টি-টোয়েন্টি আগে ছেড়েছেন। বড় বড় ক্রিকেটাররাও এমন করেছেন। ওয়ানডে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট, আমিও খুব উপভোগ করি। টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট- যখন থেকে ক্রিকেটের ব্যাট ধরা শুরু করেছি। তখন দুইটা ইচ্ছে ছিল- এক হচ্ছে বাংলাদেশের হয়ে খেলবো, দুই টেস্ট খেলবো।’

‘আমরা হয়তো এই ফরম্যাটে খুব শক্তিশালী দল না। কিন্তু এখানে একটা সেঞ্চুরি বা ফিফটি করার মূল্যটা অন্যরকম। টেস্ট আমি যতদিন সম্ভব খেলে যেতে চাই। আমার বয়স ৩৩। ৩৪-৩৫ এ অনেকের অভিষেক হয়। তারা আরও পাঁচ বছর খেলে। আমার এখনও চার-পাঁচ বছর আছে ভালো ক্রিকেট খেলার। আমার পারফরম্যান্স ও ফিটনেস ঠিক থাকলে আরও চার পাঁচ-বছর খেলব।’

তরুণদের যথেষ্ট সুযোগ দিতেই টি-টোয়েন্টি ছেড়েছেন জানিয়ে তামিম বলেন, ‘তরুণদেরও যথেষ্ট সুযোগ দেওয়া দরকার। এক-দুই সিরিজে আস্থা হারালে সেটা ভুল। ছয় মাস পর আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত আমার আর দরকার হবে না। তারপরও বললাম বিশ্বকাপের আগে বোর্ড বা আমি মনে করলে ফিরব। তবে এই মুহূর্তে এটা নিয়ে ভাবছি না।’

এমএইচ/এটি