মুহাম্মদ হারুনের খানিক অনুশোচনা হচ্ছে নিশ্চয়ই! নাহয় এক ইনিংসেই হয়তো ১০ উইকেটের স্বাদ পেতে পারতেন তন্ময় আহমেদ। ইনিংসের দ্বিতীয় বলেই প্রতিপক্ষের প্রথম উইকেট তুলে নেন হারুন। এরপরের গল্পটা লেখা হলো তন্ময়ের নামে। বাকি ৯ উইকেটের ৯টিই শিকার করেছেন ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের এই তরুণ বোলার। সঙ্গে পেয়েছেন হ্যাটট্রিকের স্বাদ।

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে বিকেএসপি ৩ নম্বর মাঠে তন্ময়ের দুর্দান্ত বোলিংয়ে পুলিশ দল অলআউট হয়ে যায় কেবল ৪৪ রানে। ওয়ান্ডারার্স ম্যাচ জিতে যায় ৯ উইকেটে। যেখানে বাঁহাতি স্পিন ভেলকিতে তন্ময় ৭.৩ ওভারে ১৮ রান দিয়ে নেন ৯ উইকেট।

লিগের বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে এটিই ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের প্রথম জয়। যদিও দ্বিতীয় বিভাগ ক্রিকেট বাংলাদেশের অনেক পুরনো আসর তবে বিশ্ব ক্রিকেটের আঙিনায় স্বীকৃত নয়। তবে এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার কীর্তি বাংলাদেশ ক্রিকেটের সব পর্যায় মিলিয়েও খুব বেশি থাকার কথা নয়।

টিআইএস