ইউক্রেনে চালানো রাশিয়ার আগ্রাসনের ফলে দেশটির ওপর নেমে আসছে নানা ধরনের নিষেধাজ্ঞা। বাদ যাচ্ছে না ফুটবলও। সোমবার রাতে এক বিবৃতিতে রাশিয়াকে ফিফা ও উয়েফার সব ধরনের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

ফিফা ও উয়েফার এমন সিদ্ধান্তকে ‘স্পোর্টিং স্পিরিট’ ও ‘আন্তর্জাতিক ক্রীড়া আইনের’ পরিপন্থী বলে দাবি করেছে রাশিয়া ফুটবল ইউনিয়ন (আরএফইউ)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা। 

এক বিবৃতিতে আরএফইউ বলেছে, ‘রাশিয়ান ফুটবল ইউনিয়ন স্পষ্টভাবেই অনির্দিষ্টকালের জন্য ফিফা ও উয়েফার ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে আমাদের অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মেনে নেবে না।’

‘আমাদের বিশ্বাস এই সিদ্ধান্ত আন্তর্জাতিক প্রতিযোগিতার নিয়ম-নীতির সঙ্গে সঙ্গীতিপূর্ণ না। একই সঙ্গে স্পোর্টিং স্পিরিটেরও। এটা স্পষ্টতই বৈষম্যমূলক সিদ্ধান্ত অনেক অ্যাথলেট, কোচ, কর্মকর্তা, ক্লাব, জাতীয় দল ও সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে রাশিয়ার বাইরের লাখো সমর্থকদের জন্য। যাদের আগ্রহে আন্তর্জাতিক সংস্থার প্রথম দেখা উচিত।’

‘এই ধরনের কাজ বিশ্ব ক্রীড়া সম্প্রদায়কে বিভক্ত করে; যারা সবসময় রাজনীতি থেকে সাম্য, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বাধীনতার নীতিগুলো বেশি মেনে চলে।’

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত রাশিয়ার সব ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। এই অবস্থা চললে ২০২২ বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া। ২০২২ নারী ইউরোতেও অংশ নিতে পারবে না তারা। ইউরোপা লিগের শেষ ষোলোতে আরবি লাইপজিগের বিপক্ষে খেলতে পারবে না রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কো।

এমএইচ