১০ ম্যাচ ধরে গোল পাচ্ছিলেন না। সর্বশেষ গোলটা এসেছিল গত বছরের ডিসেম্বরে। অপেক্ষাটা দিন দিন বাড়ছিল লাওতারো মার্টিনেজের। সেই অপেক্ষা দারুণভাবেই শেষ করলেন আর্জেন্টাইন তারকা। করলেন হ্যাটট্রিক। তাতে বড় জয় পেল তার দল ইন্টার মিলান।

শুক্রবার রাতে সালের্নিতানার বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে ক্লাবটি। তাতে একাই তিন গোল করেছেন মার্টিনেজ। পাঁচ মিনিটের ব্যবধানে বাকি দুই গোল করেছেন এডেন জেকো। 

বছরের শুরু থেকেই ফর্মহীনতায় ভুগতে থাকা ইন্টার মিলানের জন্যও এসেছে স্বস্তির জয়। ম্যাচের ২২তম মিনিটে ইন্টারকে প্রথমবার এগিয়ে দেন মার্টিনেজ। নিকো ভেরেল্লার কাছ থেকে পাওয়া থ্রো বল তিনি ডান পায়ের শটে জালে জড়ান।

বিরতির আগেই জোড়া গোল পূর্ণ করেন মার্টিনেজ। এবারও থ্রো বল পান ভেরেল্লার কাছ থেকে। আগের বার ডান পায়ে গোল করলেও এবার আর্জেন্টাইন তারকা করেন বাঁ পায়ে। ম্যাচজুড়ে আধিপত্য দেখানো ইন্টারের হয়ে ৫৬ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন মার্টিনেজ।

এডেন জেকোর কাছ থেকে বল পেয়ে বক্সের মাঝখানে দাঁড়িয়ে গোলপোস্টের কোণা দিয়ে বল জালে জড়ান তিনি। কিছুক্ষণ পর নিজেই গোল করেন জেকো। রোবেন গোসেনসের কাছ থেকে বল পেয়ে কাছ থেকে নেওয়া শটে গোল করেন তিনি। 

৬৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন জেকো। ভিএআরে গড়ালেও গোলের সিদ্ধান্ত বহাল থাকে। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে বর্তমানে সিরি আর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।

এমএইচ