আঘাত করায় সতীর্থকে বর্ণবাদী আক্রমণ, এমবাপে বললেন ‘সবাই এক’
অনুশীলনে বল নিয়ে কাড়াকাড়ি চলছিল। এর মধ্যেই কিলিয়ান এমবাপের পায়ের ওপর নিজের পা দিয়ে চাপা দেন ইদ্রিসা গুয়ে। মাটিতে লুটিয়ে পড়েন ফরাসি তারকা। খবর বের হয়, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনিশ্চিত প্যারিস সেইন্ট জার্মেইঁ তারকা।
এমবাপে ও গুয়ের অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পিএসজি। এরপর থেকে বর্ণবাদী আক্রমণের স্বীকার হতে থাকেন সেনেগালের ফুটবলার গুয়ে। শুধু তিনিই নন, তার স্ত্রী পাওলোনিকে নিয়েও শুরু হয় বর্ণবাদী মন্তব্য। এরপর দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের জায়গা সীমিত করে দেন।
বিজ্ঞাপন
জানতে পেরে চুপ থাকেননি কিলিয়ান এমবাপেও। ইনস্টাগ্রামে গুয়ের সঙ্গে ছবি দেন বিশ্বকাপজয়ী তারকা। স্টোরিতে দিয়ে তিনি লিখেছেন, ‘সবাই এক। সবসময়। এটাই প্যারিস।’ এর সঙ্গে একটা ভালোবাসার চিহ্ন দেন এমবাপে।
ওই চোটের পর থেকে পিএসজির মেডিকেল সদস্যদের পর্যবেক্ষণে আছেন এমবাপে। করা হয়েছে বেশ কিছু পরীক্ষাও। সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, কোনো চিড় ধরা পড়েনি তার। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার থাকার সম্ভাবনাই বেশি, চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করত হবে মঙ্গলবার বিকেল অবধি।
বিজ্ঞাপন
এমএইচ/এটি