বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী শুভ সূচনা করেছে। উত্তর বারিধারাকে কোচ মারুফুল হকের দল ৪-২ গোলে হারিয়েছে। 

নাইজেরিয়ান ফুটবলার পিটার থ্যাঙ্কগড লিগে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন। আজকের হ্যাটট্রিকে তার গোলসংখ্যা ১১। বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান রবসনের চেয়ে দুই গোল বেশি এখন তার। আজকের ম্যাচে তার হ্যাটট্রিকের পাশাপাশি আরেকটি গোল অমিদ পপালজের। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে চট্টগ্রাম। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বারিধারা। 

ম্যাচটি ছিল চট্টগ্রাম আবাহনীর এ্যাওয়ে ম্যাচ। বারিধারার হোম ভেন্যু গোপালগঞ্জে বিশেষ কারণে খেলতে না পারায় কুমিল্লাতে হয়েছে ম্যাচটি। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি পায় মারুফের দল। নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাংকগডের স্পট কিক আশ্রয় নেয় বারিধারার জালে। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণও করেন তিনি। 

৪১ মিনিটে সোহেল রানার যোগান দেওয়া বলে তৃতীয় বারের মতো বারিধারার জালে বল পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নেন থ্যাংক গড। থ্যাঙ্কগডের হ্যাটট্রিকে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুই দল। ৬১ মিনিটেও অমিদ-থ্যাংকগড জুটিতেই ম্যাচের চতুর্থ গোলটি আসে। 

এবার বলের জোগান দেন থ্যাংকগড, গোল করেন অমিদ পপালজে। ৬৮ মিনিটে মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা খারাবার পাসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন বারিধারার আফগান ডিফেন্ডার ফজিলভ। ম্যাচের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে আরও একবার চট্টলার জাল কাপায় বারিধারা। এবারের গোলটি করেন আরেক উজবেক মিডফিল্ডার কচেনভ। 

এজেড/এমএইচ