‘জাস্ট স্টপ অয়েল’ দাবিতে গোলপোস্টের সঙ্গে নিজেকে বাধলেন তিনি
খেলার মাঝখানেই মাঠে নেমে পড়লেন এক তরুণ। শুধু নামলেনই না, গলা ফাঁস দিলেন গোলপোস্টের সঙ্গে। বুকে তার ‘জাস্ট স্টপ অয়েল’ লেখা টি-শার্ট। এমন ঘটনা ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন বনাম নিউক্যাসেল ম্যাচে। তাতে বন্ধ করতে হয়েছে ম্যাচও।
৫৭ মিনিটের সময় ওই টি-শার্ট গায়ে গডসন পার্কের মাঠে নেমে পড়েন লুইজ নামের ওই তরুণ। রেফারি বাধ্য হন ৮ মিনিটের মতো খেলা বন্ধ রাখতে। পরে নিরাপত্তারক্ষীরা এসে তাকে সরিয়ে নিয়ে যান।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পরে জলবায়ু রক্ষা আন্দোলনের গ্রুপটি লিখেছে, ‘এখন ২০২২ সাল আর তাকানোর সময় হয়েছে। এগিয়ে যাওয়ার এবং পাশে দাঁড়ানোর সময় না। এটা জরুরি অবস্থা এমনভাবে প্রতিক্রিয়া দেখানোর সময়। রিপোর্টের পর রিপোর্ট হচ্ছে যে আমার ভবিষ্যৎ ভয়ঙ্কর। অথচ সরকার আমাদের বলছে, চিন্তার কিছু নেই। আর পেনশন নিতে।’
‘কিন্তু আমাদের একটা পছন্দ আছে। আমরা তুলে ধরতে পারি যে আমাদের জলবায়ু ভেঙে যাচ্ছে। আমরা এই সরকারকে প্রতিহত করতে পারি যারা বিশ্বাসঘাতকতা করেছে। আমরা এগিয়ে যাওয়া বেছে নিতে পারি এবং পাশে না দাঁড়াতে পারি।’
বিজ্ঞাপন
তারা আরও লিখেছেন, ‘আমাদের সরকার উত্তর সাগরে নতুন তেলক্ষেত্রে অর্থায়ন করে বিশ্বাসঘাতকতা করছে। নতুন তেল মানে আমাদের শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করা। এর অর্থ ছোট দ্বীপ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। এবং এর অর্থ এখন সবচেয়ে দরিদ্র এবং সমস্ত অঞ্চলের সবচেয়ে প্রান্তিক মানুষের জন্য দুর্ভোগ।’
এমন ঘটনা অবশ্য নতুন নয় ইংলিশ ফুটবলে। এর আগে লিভারপুল-আর্সেনাল ম্যাচেও দেখা গিয়েছিল এমন একজনকে। কাই নামের ওই ভক্ত যদিও ম্যাচ বন্ধ করতে পারেননি। তার আগেই তাকে সরিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা।
এক ভিডিওতে কাই বলেন, ‘খেলায় বিঘ্ন ঘটানোর জন্য দুঃখিত, কিন্তু আমরা এই ধরনের পাগলামি না করলে কেউ শুনবে না। আপনার জীবনের মতো এই সুন্দর খেলাটি আগামী বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাহত হবে।’
এমএইচ