দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই জয়ের কিছুক্ষণ আগেই বাংলাদেশ নারী ফুটবল দল ক্রীড়াপ্রেমীদের আরেকটি জয় উপহার দিয়েছে। সাফ অ-১৮ নারী চ্যাম্পিয়নশিপে জামশেদপুরে বাংলাদেশ নেপালকে ২-১ গোলে হারিয়েছে।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ছয়। সমান ম্যাচে স্বাগতিক ভারতের ৯ পয়েন্ট। টুর্নামেন্টের শেষ ম্যাচ আগামী শুক্রবার ভারত ও বাংলাদেশের মধ্যে। শিরোপা জিততে ভারতের প্রয়োজন ড্র আর বাংলাদেশের প্রয়োজন ২ গোলের ব্যবধানে জয়। কারণ বাংলাদেশ ভারতকে হারালে তখন উভয় দলের পয়েন্ট সমান ৯ হবে এবং হেড টু হেডে দুই দলই একে অপরকে একবার করে হার ও জয় রয়েছে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী তখন দুই দলের ম্যাচের গোল ব্যবধান হিসাব হবে। ভারত বাংলাদেশকে ১ -০ গোলে হারিয়েছে। ফলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হলে দুই গোলের ব্যবধান থাকতে হবে।

নেপাল চার ম্যাচের চারটিতেই হেরে টুর্নামেন্ট থেকে শূন্য হাতে বিদায় নিচ্ছে। নেপাল বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৪-২গোলে হারলেও আজ পয়েন্ট পাওয়ার মতোই খেলেছে। আমিশা কারকির গোলে ৪ মিনিটে লিড নেয় নেপাল। মধ্য মাঠ থেকে একটি থ্রু দেওয়া হয় আমিশার উদ্দেশে। বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা বল ধরতে বেরিয়ে আসেন। রুপ্না বল ধরার আগেই তাকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন আমিশা। প্রথমার্ধ নেপালের ১-০ গোলের লিডেই শেষ হয়।

বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না। দ্বিতীয়ার্ধে কোচ গোলাম রব্বানী ছোটন একাধিক খেলোয়াড় পরিবর্তন করেন। ৬৮ মিনিটে ম্যাচে সমতা আনেন অধিনায়ক শামসুন্নাহার। বাঁ প্রান্ত থেকে কর্নার কিকে নেপাল গোলরক্ষক এগিয়ে এসে বলের নাগাল পাননি। শামসুন্নাহার লাফিয়ে জোরালো হেডে গোল করেন।

ম্যাচে সমতা আসার পরেও স্বস্তি ছিল না বাংলাদেশের ডাগ আউটে। কারণ এ ম্যাচ ড্র হলেই ভারত চ্যাম্পিয়ন। ৮৪ মিনিটে নেপালের গোলরক্ষকের ভুলে বাংলাদেশ জয় পায়। ডান প্রান্ত থেকে ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপার উদ্দেশে ক্রস করা হয়। রিপার নেওয়া শট গোলরক্ষক গ্রিপে নিতে পারেননি। গোলরক্ষকের হাত ফসকে বল রিপার পায়ের সামনেই পড়ে। গোললাইন থেকে কয়েক গজ দূরে থাকা রিপা গোল করতে ভুল করেননি। বাংলাদেশের ডাগ আউট উল্লাসে মাতে।

ম্যাচে দুই দলের খেলোয়াড়রা অসংখ্যবার ব্যথা পেয়েছেন। দুই অর্ধেই রেফারিকে ইনজুরি সময় দেখাতে হয়েছে অনেক। দ্বিতীয়ার্ধে ইনজুরি সময় ছিল ৮। এই সময়ের মধ্যে বাংলাদেশ আরেকটি গোলের সুযোগ পেয়েছিল। সেই সুযোগে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। ফলে ২-১ স্কোরলাইন নিয়ে মাঠ ছাড়ে ছোটনরা। 

এজেড/এসকেডি