বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন আজ বৃহস্পতিবার মালে স্টেডিয়ামে বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ উপভোগ করবেন। ২০ মার্চ তিনি সস্ত্রীক মালদ্বীপ ঘুরতে গিয়েছেন। বাংলাদেশের প্রীতি ম্যাচ মালেতে হওয়ায় তিনি এই ম্যাচ মিস করতে চান না। বাংলাদেশে ক্লাব কোচিং করানো কোনো বিদেশি কোচ দেশের বাইরে বাংলাদেশের খেলা সশরীরে দেখার ঘটনা তেমন নেই। 

মালে ছোট্ট শহর। পর্যটকরা ভ্রমণে এসে বিভিন্ন দ্বীপে যান। আজ বৃহস্পতিবার সকালে অস্কার দূর উত্তরের দ্বীপ বাসএটলে ছিলেন। সেখান থেকে সমুদ্র বিমানে আজ সন্ধ্যা ৬ টায় মালে পৌছানোর কথা তার৷ মালদ্বীপের সময় ম্যাচ শুরু হবে রাত ৯ টায়। 

অস্কার ব্রুজন বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ দেখা নিয়ে মালে থেকে ঢাকা পোস্টকে বলেন, ‘মার্চের এই সময় ছুটি নেয়ার পরিকল্পনা অনেক দিন আগেই। মালেতে বাংলাদেশ ও মালদ্বীপের খেলা দেখার সুযোগ দারুণ বিষয়। তাই ব্যক্তিগত সফর হলেও এই ম্যাচ মিস করতে চাই না।’ 

মালদ্বীপ ও বাংলাদেশ উভয় দেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা অস্কারের। বাংলাদেশে কোচিং করানোর আগে অস্কার মালদ্বীপে কয়েক বছর ক্লাব কোচিং করিয়েছেন। ২০১৮ থেকে বসুন্ধরা কিংসে কোচিং করাচ্ছেন এই স্প্যানিশ কোচ। গত সেপ্টেম্বরে এই মালেতেই অস্কার ব্রুজন বাংলাদেশ দলকে কোচ ছিলেন।

বাংলাদেশের বর্তমান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও তার পরিচিত। খেলোয়াড়দের ভাষ্যমতে, দুই স্পেনিশ কোচের অনুশীলন স্টাইলও প্রায় এক। হ্যাভিয়েরও অস্কারের সান্নিধ্য পছন্দ করেন। আজ ডাগআউটে অভিষেক হবে হ্যাভিয়েরের। সেখানে অস্কারের উপস্থিতি হবে অনেকটা ছায়া কোচ!

মার্চের শেষ সপ্তাহে চলছে ফিফা উইন্ডো। ক্লাব কোচরা কিছু সময় বিশ্রামে। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও কয়েকজন ক্লাব কোচরা ছুটি কাটাচ্ছেন। ২৬ মার্চ থেকে কিংসের অনুশীলন শুরু। 

এজেড/এটি