ব্র্যান্টফোর্ডেই থাকবেন এরিকসন, আশা কোচের
ইউরোর সময় মাঠেই লুটিয়ে পড়েছিলেন হৃদরোগের কারণে। কোনোরকমে প্রাণ বেঁচেছিল তার। এরপর আবার ফুটবলে ফিরতে পারবেন কি না, শঙ্কা ছিল এ নিয়ে। শেষ অবধি তিনি ফিরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্র্যান্টফোর্ডের হয়ে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্লাবটির হয়ে ফুটবলে ফেরেন তিনি। ফেরার পর থেকেই নিজেকে নতুন করে চেনাচ্ছেন এরিকসন। স্বাভাবিকভাবেই বড় ক্লাবগুলোরও চোখ আছে তার দিকে। তবে এরিকসনকে ধরে রাখতে চায় ব্রান্টফোর্ড, এমনটি জানিয়েছেন কোচ থমাস ফ্রাঙ্ক।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার মনে হয় না এখানে লুকানোর কিছু আছে। অবশ্যই আমরা চাই সে আমাদের দলে থাকুক। আমি নিশ্চিত ক্রিশ্চিয়ান এখানে উপভোগ করছে।’
‘কিন্তু আমি এটাও বুঝতে পারছি মৌসুম শেষ হওয়ার আগে কিছু হবে না কোনোদিক থেকে। তো আমার মনে হয় প্রতি সপ্তাহেই আমাকে এই ধরনের প্রশ্ন শুনতে হবে। আমার মনে হয় এটা পরিষ্কার এরিকসনকে আমাদের দলে রাখতে চাই।’
বিজ্ঞাপন
ব্রান্টফোর্ডের হয়ে ফেরার পর তাকে নিয়ে প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে ক্লাবটি। তবে এরকিসন ঝলক দেখিয়েছেন ডেনমার্কের হয়ে। মার্চে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে দেশটিতে, নেদারল্যান্ড ও সার্ভিয়ার বিপক্ষে দুটিতেই গোল পেয়েছেন এরিকসন।