গত বছর ইউরোপা লিগের এক খেলায় মাঠেই রোজা ভেঙেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা ফুটবলার পল পগবা। মাঠেই পানি পান করে পগবার রোজা ভাঙার দৃশ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আগামীকাল (রোববার) ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচেও এমন দৃশ্য দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ রমজানের মাসে চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে রমজান শুরু। আগামীকাল ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যা ৬ টা ১৯ মিনিটে ইফতার হলেও সিলেটে ইফতার সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে। সিলেটে যখন ইফতারের সময় হবে তখন সিলেট জেলা স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচ চলমান থাকবে। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচটি ইফতারের সময় থাকবে ৪৩ মিনিটে। নির্ধারিত ৪৫ মিনিট শেষ হওয়ার পর কয়েক মিনিট ইনজুরি সময় থাকবে। ফলে আগামীকাল সিলেটে পল পগবার মতো মাঠেই রোজা ভাঙার দৃশ্য দেখার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল প্রিমিয়ার লিগের চারটি ম্যাচ রয়েছে। অন্য ভেন্যুতে ম্যাচগুলো শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। সেই ভেন্যুগুলোতে ইফতারের এক ঘন্টা আগেই খেলা শেষ হবে। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল সাড়ে পাচটায় এই ম্যাচের সূচি আগে থেকেই নির্ধারিত। আগামীকাল রমজান শুরু হওয়ায় ফুটবলাঙ্গনে অনুমান ছিল ম্যাচের সময় কিছুটা আগে পরে হতে পারে যেহেতু সিলেট স্টেডিয়ামে ফ্লাডলাইট রয়েছে। বাফুফের ম্যাচের সময় পরিবর্তন করেনি। 

বাফুফে ও স্বাগতিক দল সূত্রে জানা গেছে, স্থানীয়দের অনুরোধ ম্যাচটি আগেই শেষ করার। সেক্ষেত্রে অন্য ভেন্যুর মতো ম্যাচের সময় আরো একটু এগিয়ে আনা যেত। লিগের শিরোপা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় এবং ২৪ ঘন্টার কম সময় আগে রমজানের বিষয় নিশ্চিত হওয়ায় বাফুফে সময়সূচি অপরিবর্তিতই রেখেছে। শোনা যাচ্ছে, আবাহনীর ৭ এপ্রিলের ম্যাচের সময় ঘন্টা খানেক এগিয়ে আসতে পারে। 

এজেড/