৪৫ দিনেও আসেনি জামাল ভূঁইয়ার সেই রিপোর্ট
সহকারী রেফারি জুনায়েদকে লাথি দেওয়ার অভিযোগ জামাল ভূঁইয়ার ওপর। রেফারিজ রিপোর্টে থাকলেও ভিডিও ফুটেজে স্পষ্ট না হওয়ায় ১৬ ফেব্রুয়ারি ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি অধিকতর তদন্তের জন্য পাঠায়। সেই সভার ৪৫ দিন পরও বাফুফে এখনো এই সংক্রান্ত কোনো রিপোর্ট পায়নি।
ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের পর অধিকতর তদন্তের জন্য বাফুফে ফুটেজটি বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট বিভাগের কাছে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠায়৷ বাফুফে সচিবালয় সূত্রে জানা গেছে, জামালের বিষয়টি এখনো তদান্তাধীন। পুলিশের কাছ থেকে সেই রিপোর্ট পাওয়ার পর বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির সভায় আবার উঠবে।
বিজ্ঞাপন
১৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে একটি বিতর্কিত পেনাল্টি হয়। সেই পেনাল্টি থেকে গোল করে শেখ রাসেল জয়লাভ করে। এ নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে সাইফের ফুটবলাররা অধিনায়ক জামাল ভূঁইয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রেফারিদের দাবি, সেই সময় জামাল সহকারী রেফারি জুনায়েদকে লাথি দিয়েছেন।
রেফারি বিটুরাজ বড়ুয়া তার রিপোর্টে সেটি উল্লেখ করলেও জামালকে এজন্য কোনো কার্ড দেখাননি। জামাল লাথি মারার বিষয়টি অস্বীকার করার পাশাপাশি রেফারিকে মিথ্যুক বলেছিলেন প্রতিক্রিয়ায়। জামালের মন্তব্যে শীর্ষ রেফারিরা সাইফের খেলা বর্জন করেছিল। পরবর্তীতে জামাল তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে পরিস্থিতি স্বাভাবিক করেন। এখন সাইফের ম্যাচ রেফারিরা পরিচালনা করলেও ১৩ ফেব্রুয়ারি ম্যাচে লাথি ইস্যুটি এখনো রয়ে গেছে।
বিজ্ঞাপন
এজেড/এটি