গতকাল (শনিবার) শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ। আজ (রোববার) থেকে শুরু হয়েছে লিগের মধ্যবর্তী দলবদল। এই দলবদল চলবে ২১ এপ্রিল পর্যন্ত। এই সময়ে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম। 

মধ্যবর্তী দলবদলে নতুন খেলোয়াড় নিবন্ধন ও এক ক্লাব থেকে অন্য ক্লাবেও সমঝোতার মাধ্যমে ফুটবলার নিবন্ধন করাতে পারবে ক্লাবগুলো। এই স্বল্প সময়ের মধ্যে ক্লাবগুলো প্রথম লেগের দুর্বলতা ও অপূর্ণতা পূরণের চেষ্টা করে। 

দ্বিতীয় লেগে ভালো মানের বিদেশি আনার পরিকল্পনা শেখ রাসেল ক্রীড়া চক্রের৷ কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোনাথন ইনজুরির জন্য লিগে খেলতে পারেননি। এক বিদেশি কম নিয়ে খেলা কিংস সেই শুন্যতা পূরণ করবে এবার।

এজেড/এমএইচ/এটি