আর কয়েক মাস পরেই বিশ্বকাপ ফুটবল। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের নজর এই বিশ্বকাপে। সবার আগ্রহ বিশ্বকাপের টিকিট নিয়ে। ফিফা সদস্যভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ কাতার বিশ্বকাপের টিকিট পাবে। 

সেই টিকিট সুষ্ঠু বণ্টনের জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি করেছে বাফুফে। অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে আহ্বায়ক করা হয়েছে সেই কমিটির। কমিটির অন্য সদস্যরা হলেন মহিউদ্দিন আহমেদ মহী, ইমরুল হাসান,আতাউর রহমান ভুইয়া মানিক, জাকির হোসেন চৌধুরী, ইলিয়াস হোসেন ও বিজন বড়ুয়া। এই কমিটি ফিফা থেকে প্রাপ্ত টিকিট একটি নীতিমালার আলোকে বন্টন করবে। সামনে কমিটির সভা করে টিকিটের আবেদন প্রক্রিয়া সম্পর্কে অবগত করা হবে। 

বাফুফে ইতোমধ্যে ফিফার নীতিমালা ও অঙ্গিকার নামা পুরণ করেছে। ফিফা বাংলাদেশের র‌্যাঙ্কিং ও অন্যান্য বিষয় বিবেচনা করে টিকিটের সংখ্যা নির্ধারণ করবে। সংখ্যা নির্ধারণের পর বাফুফেকে অর্থ দিয়ে সেই টিকিট কিনতে হবে৷ এরপর বাফুফে ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে সেই টিকিট বিক্রি করবে। 

এজেড/এমএইচ