টানা দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে ব্যর্থ হয়েছে ইতালি। গত ইউরোর চ্যাম্পিয়ন হলেও তাই দলটিতে বেশ কিছু বদল প্রত্যাশিতই। শোনা যাচ্ছে কোচ হিসেবে রবার্তো মানচিনির বদলে যাওয়ার খবরও। এই দায়িত্বে নাম আসছে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কালো আনচেলত্তির। 

তার দল রিয়াল লা লিগায় এগিয়ে আছে ১২ পয়েন্ট। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলার পথেও এখন এগিয়ে আছে এক ধাপ। যদিও আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, এখনই জাতীয় দলের দায়িত্ব নিতে চান না। ক্লাব ফুটবলটাই উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি।

আনচেলত্তি বলেছেন, ‘আমি এটা নিয়ে ভেবেছি, জাতীয় দলকে অনুশীলন করানোর ব্যাপারে। সত্যি কথা বললে আমাকে বলতেই হবে আমি দিনের পর দিনের ক্লাবের ফুটবলই পছন্দ করি। এই ম্যাচগুলো আপনাকে আবেগ ও আনন্দ দেবে। কিন্তু এখানে অবশ্যই চিন্তা ও ক্লান্তি আছে প্রতিদিনের খেলায়- যখন আমি প্রতিদিন কাজের আগ্রহ হারিয়ে ফেলবো, থেমে যাবো।’

চলতি মৌসুমের শুরুতে এভারটনের দায়িত্ব ছেড়ে রিয়াল মাদ্রিদে আসেন তিনি। ইংলিশ ক্লাবটিতে বেশ ভালো সময়ই কাটছিল তার। চ্যাম্পিয়ন্স লিগ স্পটের জন্যও লড়াই করছিল তার দল। তবে আনচেলত্তি বলছেন, রিয়াল মাদ্রিদকে না বলা তার পক্ষে সম্ভব ছিল না।

তিনি বলেছেন, ‘এভারটনে আমার ভালো সময় কাটছিল। এরপরই মাদ্রিদ আমাকে ডাকে আর আমি এভারটনের রাগের কারণ বুঝতে পারছি। কিন্তু মাদ্রিদকে না বলাটা কঠিন ছিল। এই একটা দলকে আমি না বলতে পারি না। বাকি সবকিছুকে বলতে পারবো।’

আগামী মৌসুমে দায়িত্বে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি তো আশা করি। কিন্তু এটা নিয়ে ভাবছি না। আমি চুক্তির ব্যাপারে ভাবি না। যদি ক্লাব খুশি থাকে, আমি এখনও খুশি। যদি না থাকে, আমি সেটাকেও স্বাগত জানাবো। আমি বিশ্বাস করি মৌসুম শেষে এটা ভালো কিছুই হবে।’

এমএইচ