‘শেষ নাচের’ জন্য মেসিকে বার্সায় ফিরতে বললেন আলভেজ
এই মৌসুমের শুরুতেই নিজের ‘ঘর’ বার্সেলোনা ছেড়ে গেছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের পুরোটা সময়ই ক্লাবটিতে কাটিয়েছেন, তাই এক মৌসুম পার না হতেই নতুন গুঞ্জন মেসির ফেরার। এবার তাকে ফিরতে বলেছেন সাবেক সতীর্থ দানি আলভেজও।
মেসির ফেরার ব্যাপারে এই ব্রাজিলিয়ান তারকা স্পোর্তকে বলেছেন, ‘আমি জানি না সে কী ভাবছে বা করতে চায়। মেসি বার্সেলোনায় ফিরে আসতে পারে বছর খানেকের জন্য, আমার সঙ্গে ‘শেষ নাচ’ দিতে। কেন নয়?’
বিজ্ঞাপন
‘এখানকার চেয়ে ভালো জায়গা কোথাও নেই। আমরা বার্সেলোনার চেয়ে কোথাও ভালো থাকতে পারি না। সে ছেড়ে গেছে আর অভিজ্ঞতা নিয়েছে। এখন যদি সে যদি চায় তাহলে ঘরে ফেরার সময় হয়েছে।’
মেসিকে ফেরার কথা বললেও আলভেজের নিজেরই এই মৌসুম শেষে থাকার নিশ্চয়তা নেই। এক বছরের চুক্তিতে বার্সেলোনায় ফিরেছেন তিনি। মৌসুম শেষে চুক্তি নবায়ন হবে কি না, সেটাও অজানা। তবে চুক্তির বিষয়ে ভাবনা নেই বলেই জানিয়েছেন আলভেজ।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘না, আমি আমার প্রথম অধ্যায়ের মতোই চেষ্টা করবো : শেষ পর্যন্ত লড়াই করা। আমি যখন কোনো মিশনে থাকি, নিজের সবকিছু সেখানে দিয়ে দেই। আমি নিজের সেরা সংস্করণ দিতে চাই এখানে, ভালো থাকতে চাই। যখন মৌসুম শেষ হয়ে যাবে তারা আমাকে জানাবে চালিয়ে যেতে পারবো কি না।’
‘আমার এমনিতে কোনো আফসোস নেই। আমাদের বয়স হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্বচ্ছতা। যদি তারা আমার কাছে এসে মুখের ওপর বলে দেয় চালিয়ে যেতে পারবো না তাহলেও কোনো সমস্যা নেই।’
এমএইচ