চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম লেগে একমাত্র অপরাজিত দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই দল অপরাজিত রাখার অন্যতম কৃতিত্ব স্প্যানিশ কোচ হুয়ান ম্যানুয়েল মার্টিনেজ। সেই কোচকে বদলে আবার পুরোনো নাইজেরিয়ান জোসেফ আফুসিকে আনছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 

পুনরায় আফুসিকে দায়িত্ব দেয়ায় ফুটবলাঙ্গনে চলছে আলোচনা। বর্তমান স্পেনিশ কোচের উপর আস্থাশীল ছিলেন ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন চুন্নুও, ‘আমরা ভালোই খেলেছিলাম প্রথম লেগে। অনেক ম্যাচে জিতেছি, যে ম্যাচগুলো ড্র করেছি সেগুলোও জেতার মতো ছিলাম। শুধু একটি ম্যাচ হারতে হারতে ড্র করেছিলাম। দল অপরাজিত থাকার পেছনে কোচ ও খেলোয়াড়দের অবদান রয়েছে।’

ক্লাবটির ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল গাফফার পুনরায় আফুসিকে আনার সিদ্ধান্তকে ক্লাবের চেয়ারম্যান মঞ্জুর কাদেরের একক হিসেবে বলে মন্তব্য করেন, ‘পূনরায় আফুসিকে আনার সিদ্ধান্ত সম্পুর্ন কাদের ভাইয়ের। আমরা অনেকেই বর্তমান কোচ ও খেলোয়াড়দের পক্ষে ছিলাম। তিনি আফুসির উপর আস্থা রেখে আনছেন। বিদেশি খেলোয়াড়ও পরিবর্তন করছেন।’

শোনা যাচ্ছে আফুসির সঙ্গে নাইজেরিয়ান ফুটবলারও আসবেন। সলোমন সিল্লাহকে বাদ দেয়ার কথা শোনা যাচ্ছে। মনজুর কাদেরের সিদ্ধান্তের সঙ্গে একমত না হলেও আফুসি ও নাইজেরিয়ান ক্লাবের ভিসার ব্যাপারে সাহায্য করছেন গাফফার, ‘নাইজেরিয়ান খেলোয়াড় ও কোচ আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। কাদের ভাই যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন তাই ক্লাবের স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।’

আফুসির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার সঙ্গে ক্লাবের এখনো চুক্তি হয়নি। তাই এখন এ বিষয়ে মন্তব্য করতে পারব না।’ আফুসি ২০১২-১৩ মৌসুমে খেলোয়াড় কাম কোচ হিসেবে এসেছিলেন বাংলাদেশে। এরপর বিভিন্ন বার কোচ হিসেবে বরখাস্ত হয়েছেন আবার তাকে ফেরত এনেছে ক্লাব। 

এবারের মতো গত আসরেও শেখ জামাল মাঝপথে কোচ বাদ দিয়েছিল। বসুন্ধরা কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘন্টা আগে কোচ শফিকুল ইসলাম মানিককে বরখাস্ত করেছিল শেখ জামাল। মানিক বরখাস্ত হওয়ার আগে শুধুমাত্র একটি ম্যাচে হেরেছিল। দুর্বল দল নিয়েও মানিক গত লিগে শেখ জামালকে দ্বিতীয় অবস্থানে রেখেছিল। 

এজেড/এটি