মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ছিল স্প্যানিশ দলগুলোর জয়জয়কার। বায়ার্নকে রুখে দিয়ে ভিয়ারিয়াল, আর চেলসির কাছে হেরেও সামগ্রিক ফলাফলে রিয়াল মাদ্রিদ পাড়ি জমিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে। তবে শেষ ম্যাচটা, শিরোপাধারী চেলসিকে বিদায় করে যেভাবে রিয়াল মাদ্রিদ পাড়ি জমিয়েছে শেষ চারে, সেটা মনোযোগ দিয়েই দেখেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। জানালেন, এমন ‘ভালো না খেলেও’ পরের রাউন্ডে গেলে সেটা মোটেও আনন্দ দিতো না তাকে। 

আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে আগামীকাল ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে খেলবে বার্সেলোনা। তার আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দলটির কোচ জাভি হার্নান্দেজ। তখনই উঠে এলো রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ প্রসঙ্গ। 

সে ম্যাচে রিয়াল শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ম্যাচের দ্বিতীয় সেরা দল। বলের দখল, আক্রমণে এগিয়ে থাকা চেলসি জিতলেও শেষ পর্যন্ত পরের রাউন্ডে যেতে পারেনি। ৫-৪ গোলের সামগ্রিক ফলাফল নিয়ে রিয়াল চলে গেছে সেমিফাইনালে। সেই ম্যাচ নিয়ে জাভির দিকে ধেয়ে গিয়েছিল প্রশ্ন। জিজ্ঞেস করা হচ্ছিল, রিয়ালের এমন পারফর্ম্যান্স নিয়ে তিনি ঈর্ষান্বিত কি না।

তারই জবাবে জাভি বলেন, ‘বার্সেলোনার ইতিহাস আমাদের কাছে অনেক কিছুর চাহিদা রাখে। রিয়াল মাদ্রিদেরটা নয়। আমাদের ৪০ বছরের ইতিহাস, যখন থেকে ইয়োহান (ক্রুইফ) এসেছিলেন, একটা মানদণ্ড দাঁড় করিয়ে দিয়েছিল, ভালো খেলে জেতার মানদণ্ড।’

বার্সেলোনার সেই মানদণ্ডে জাভি দেখেছেন সেই ম্যাচটা। খেলাটা দেখে তার মত, চেলসির বিপক্ষে রিয়াল ভালো খেলেনি মোটে। সাবেক বার্সেলোনা মিডফিল্ডারের কথা, ‘আমরা ভালো না খেললে খুশি হতে পারি না। কাতালানরা এমনই। আমি জানি না মাদ্রিদের মনোভাবটা কেমন। আমি সেখানে থাকিনি, আমি জানি না তাদের মানসিক গঠন কেমন। তবে আমি বলতে পারি, এমন জয় পেলে আমরা মোটেও খুশি হতে পারতাম না।’

জাভি অবশ্য রিয়াল মাদ্রিদের হাল না ছাড়া মনোভাবের বেশ তারিফই করলেন। বললেন, ‘তারা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা দল, এটা তাদের মজ্জাগত বৈশিষ্ট্য। এমন কিছুর প্রশংসা আসলেই করতে হবে, তবে তাদের সঙ্গে বার্সেলোনার বৈশিষ্ট্যের কোনো যোগ নেই। দুটো সম্পূর্ণ আলাদা গল্প।’

তবে খেলা যেমনই হোক, ফলাফল তো পক্ষে এসেছে! ভিয়ারিয়ালও বায়ার্নকে রুখে দিয়ে চলে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে। স্প্যানিশ দুই দলকে ইউরোপসেরার মঞ্চে শেষ চারে দেখে খারাপ লাগছে না জাভির। বললেন, ‘গতকাল রাতে যা হয়েছে, তারপর আমার মনে হয়েছে, লা লিগা প্রিমিয়ার লিগ থেকে অতোটাও পিছিয়ে নেই। অন্তত এই মুহূর্তে, যখন চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে দুটো স্প্যানিশ লিগের দল উঠে গিয়েছে।’

এ তো গেলো অন্যদের কথা। নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কী ভাবনা জাভির? তিনি জানালেন, এখন যদিও ইউরোপা লিগে খেলছে তার দল, সামনের মৌসুমে এমন কিছু থেকে বঞ্চিত থাকতে চান না তিনি। তার ভাষ্য, ‘আগামী মৌসুমে আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাই, চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়তে চাই; গত রাতে যে দলগুলো খেলেছে, তাদের বিপক্ষে লড়াই করতে চাই।’

এনইউ