প্রথম লেগের পর অ্যাটলেটিকো মাদ্রিদকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন ম্যানচেস্টার সিটির সমর্থকরা। দলটির ফুটবলার কেভিন ডি ব্রুইনা তো এটাও বলেছিলেন মাদ্রিদের কোচ নাকি ‘৫-৫-০’ ফর্মেশনে মাঠে নেমেছেন। এমন তীর্যক মন্তব্যের কারণও আছে, কোনো রকমে ঘরের মাঠের ম্যাচটি ১-০ গোলে জিতেছিল সিটি। 

অ্যাটলেটিকোর জমাট রক্ষণের কারণেই সম্ভব হয়নি ব্যবধান আরও বাড়ানো। দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাদেরই কৌশল নেয় সিটি। অ্যাটলেটিকো মাদ্রিদের আক্রমণের মুখে ‘বাস পার্ক’ ফর্মেশনই দাঁড় করিয়েছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। তাকে এবার ধুয়ে দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সভাপতি কেরেসো।

রেডিও মায়ার্কোকে তিনি বলেছেন, ‘আমরা এমন একটি দল যার অনেক মর্যাদা রয়েছে তাই কেউ আমাদের অপমান করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে প্রত্যেকেরই তাদের পূর্বের ইতিহাস আছে।’

প্রথম লেগে সিটির হয়ে গোল করেছিলেন ডি ব্রুইনা। ওই এক গোলের ব্যবধানেই শেষ অবধি সেমিফাইনালে পৌঁছে গেছে পেপ গার্দিওলার দল। তবে দ্বিতীয় লেগে দারুণ খেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কেবল গোলের দেখাটাই পায়নি। ওই আফসোস শোনা গেল ক্লাবটির সভাপতির কণ্ঠেও।

ওয়ান্ডা মেট্টোপলিটনে হওয়া ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। অ্যাটাকিং আর সিটি গতকাল খেলেছে প্রাগৌতিহাসিক ফুটবলার, ডিফেন্ডিং আর গোলরক্ষকের সামনে দেওয়াল তৈরি করেছে যেন আমরা গোল করতে না পারি।’

‘সবাই এটা দেখেছে। সিটি পুরোপুরি ডিফেন্সিভ দল। দ্বিতীয়ার্ধে তারা একটা মাত্র শট নিয়েছে গোলে। গতকাল এটা দেখা গেছে সবারই পূর্বের ইতিহাস আছে। এই ম্যাচটাতে কিছুটা ভাগ্য আছে, আমরা হয়তো সেমিফাইনালে চলে যেতাম। আমরা একটা গোল করে খেলাটাকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার মতো ভাগ্য আমাদের ছিল না।’

এমএইচ