ব্রাজিলের ফুটবলারই আনল বসুন্ধরা কিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আগে ছিল আফ্রিকা অঞ্চলের ফুটবলারদের দাপট। কিন্তু গত কয়েক মৌসুমে লাতিন আমেরিকার ফুটবলাররা মাঠ কাঁপাচ্ছেন। লিগের মধ্যবর্তী দলবদলে ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেইরাকে এনেছে কিংস। ২১ বছর বয়সী এই ফুটবলারের ব্রাজিলের শীর্ষ লিগের খেলার অভিজ্ঞতা রয়েছে।
আজ রোববার সকালে বসুন্ধরা কিংস কার্যালয়ে সভাপতি ইমরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন ফেরেইরা। সাক্ষাৎকালে কিংসের সভাপতি তাকে বসুন্ধরা কিংসের জার্সি পরিয়ে দেন। নতুন ব্রাজিলিয়ান সম্পর্কে ইমরুল হাসান বলেন, ‘ব্রাজিলের জোনাথন ইনজুরির জন্য লিগে খেলতে পারেনি। শেষ পর্যন্ত তাকে চলেই যেতে হয়েছে। আমাদের এক বিদেশি কম নিয়েই প্রথম লেগ খেলতে হয়েছে। তাই বিদেশি ফুটবলার আনা অত্যাবশ্যক ছিল।’
বিজ্ঞাপন
ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডারের চুক্তি সম্পর্কে ইমরুল বলেন, ‘লিগ ও এএফসি কাপ পর্যন্ত আমরা চুক্তি করেছি৷ সে আগস্ট পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে।’
বসুন্ধরা কিংস আরেকজন ফুটবলারকে সাইনিং করাবে। সেই সাইনিং সম্পর্কে কিংস সভাপতি বলেন, ‘আমরা আরো একজনকে সাইনিং করাব৷ আজ কালকের মধ্যেই সে এসে পৌঁছাবে।’ ব্রাজিল অথবা স্পেন থেকে কিংসের চতুর্থ বিদেশি ফুটবলার আসবে। প্রথম লিগ খেলা ফুটবলারের মধ্যে থাকবেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো ও ইরানিয়ান খালিদ শাফি।
বিজ্ঞাপন
বসুন্ধরা কিংসে শেষ কয়েকটি ম্যাচে গোল পেয়েছেন এলিটা কিংসলে। বিভিন্ন মাধ্যমে এলিটাকে লোনে মোহামেডানে খেলার বিষয়টি আসলেও এখনো তিনি কিংসের সঙ্গেই রয়েছেন।
এজেড/এটি