চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপা, দুই জায়গা থেকেই বাদ পড়েছে বার্সেলোনা। লিগ দৌড়েও পিছিয়ে আছে ১২ পয়েন্টে। সর্বশেষ ফ্রাঙ্কফোর্টের বিপক্ষে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে বার্সেলোনার খেলার দর্শনও। তবে এসবকে পাত্তা দিচ্ছেন না বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

রোববার সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। লিগে অবশ্য ভালো সময়ই কাটছে কাতালান ক্লাবটির। সর্বশেষ ১৫ ম্যাচে হারেনি তারা। সেভিয়া ম্যাচের আগে বার্সা কোচ জাভি স্পষ্ট করেই জানিয়েছেন, ভরসা রাখতে হবে তাদের প্রজেক্টে। তবে স্বীকার করেছেন শক্ত করতে হবে স্কোয়াড।

তিনি বলেছেন, ‘যখন আমরা নভেম্বরে শুরু করি, জানতাম আমাদের আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হতে হবে, পাঁচ-ছয় বছর ধরে আমরা ইউরোপে যথেষ্ট প্রতিদ্বন্দ্বতী গড়তে পারছি না। আমাদের প্রজেক্টের ওপর বিশ্বাস রাখতে হবে, আমরা নাপোলিতে ভালো প্রতিদ্বন্দ্বীতা করেছি, ফ্রাঙ্কফোর্টের বিপক্ষে পারিনি।’

‘এটা একটা কঠিন ধাক্কা। তারা আমাদের ইউরোপা লিগ থেকে ছিটকে দিয়েছে যেটা আমাদের জেতার আশা আশা ছিল চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে। আমরা সফল হইনি।’

‘আমরা দলটিকে উত্সাহিত করছি, তাদের দেখাচ্ছি যে আমরা কোথায় ব্যর্থ হয়েছি, আমরা কী ভালো করেছি। ছোট করে বললে, আমরা যা কাজ করছি তাতে বিশ্বাস রাখতে হবে। ধীরে ধীরে, ধৈর্যের সঙ্গে।’

নিজেদের খেলার ধরন নিয়ে জাভি বলেন, ‘আমরা এমন ধরনে খেলেই পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। ইয়োহান ক্রুইফের এই দর্শন আমাদের অনেক সাফল্য এনে দিয়েছে। যদি আমাদের কোনো দ্বিধা থাকে, এই ধরনটাতে উন্নতি করতে হবে কিন্তু এর বাইরে কিছু করার নেই। যদি আমরা ভুল করে থাকি, উন্নতি করতে হবে।’

এমএইচ