ঘরের মাঠে ইউরোপা লিগ থেকে বিদায় নেওয়ার পর এবার বার্সেলোনা হেরেছে লা লিগার ম্যাচেও। অবনমন শঙ্কায় থাকা কাদিজের বিপক্ষে ন্যু ক্যাম্পে ১-০ গোলে হেরে যায় তারা। এই ম্যাচের পর কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, লিগ দৌড় থেকে প্রায় ছিটকে গেছেন তারা। 

কাদিজের বিপক্ষে ম্যাচ হেরে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে বার্সার। এই মৌসুমে ২০১২-১৩ মৌসুমের পর সর্বোচ্চ ৩২ গোল হজম করল তারা। সব মিলিয়ে দলের পারফরম্যান্সে আরও উন্নতির বার্তা দিয়েছেন জাভি। চ্যাম্পিয়ন্স লিগ খেলার দৌড়ে টিকে থাকাটাই এখন তাদের দলের মূল লক্ষ্য।

‘আমাদের একটা স্বর্ণালি সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স লিগ খেলার দৌড়ে অনেকটা দূর এগিয়ে যাওয়ার ও লিগের জন্য লড়াই চালিয়ে যাওয়ার। আমরা লা লিগাকে প্রায় বিদায় বলে দিয়েছি।’

‘আমরা বার্সা আর আমাদের অবশ্যই আরও বেশি কিছু করতে হবে। দলকে আরও উদ্দীপনা দেখাতে হবে। এটা আসলে আচরণের ব্যাপার না কারণ খেলোয়াড়রাও চেয়েছিল (জয়)। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ চরিত্র দরকার।’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার দৌড় থেকে এখনও খুব একটা দূরে নয় বার্সা। এক ম্যাচ বেশি খেলে তাদের সমান ৬০ পয়েন্ট করে সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু পরের দুই স্থানে থাকা রিয়াল বেটিস ও রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট যথাক্রমে ৫৭ ও ৫৫। 

এ নিয়ে জাভি বলেছেন, ‘আমাদের নম্র থাকতে হবে আর ভাবতে এখনও কিছুই করিনি। পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে থাকতে আমাদের আরও বেশি বিশ্বাস ও সংকল্প নিয়ে খেলতে হবে। আমাদের দাঁত কামড়ে পড়ে থাকতে হবে কারণ এখনও অনেক কিছু বাকি।’

এল ক্লাসিকো বা আগের জয়গুলোকেও যথার্থই মনে করেন জাভি, ‘যখন আপনি বার্নাব্যুতে ৪-০ গোলে জিতবেন, তখন আমরা ফিরেছি বলাটা যৌক্তিক। কিন্তু এখন আমরাও ভুল করছি। আমাদের আত্মসমালোচনা করতে হবে। আর অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য প্রতিক্রিয়া দেখাতে হবে।’

‘আমাদের দারুণ বার্সাকে ফিরিয়ে আনতে হবে। আমরা মাদ্রিদ আর সেভিয়ার মতো দুটি দারুণ দলের বিপক্ষে জিতেছি একই দল ও স্টাফ নিয়ে। যদি আমরা এটা আগে করতে পারি, ভবিষ্যতেও পারবো।’

এমএইচ/এটি