এএফসি কাপের জোনাল সেমিফাইনালের প্লে অফ খেলা ঢাকা আবাহনী এবার এএফসি কাপের মূল পর্বেই উঠতে পারেনি। প্লে অফে মোহনবাগানের বিপক্ষে ১-৩ গোলে হেরে চুড়ান্ত পর্বে খেলা হলো না ম্যারিও ল্যামোসের দলের। এই হারের জন্য ল্যামোস মোহনবাগানকে সমীহ করাকেই কারণ হিসেবে দেখছেন।

ম্যাচের ছয় মিনিটেই গোল হজম করে ম্যাচ থেকে পিছিয়ে পড়ে আবাহনী। এই প্রসঙ্গে আবাহনীর পর্তুগিজ কোচ বলেন, ‘শুরুতেই এটিকে-মোহনবাগানকে সম্মান-সমীহ করাটা আমাদের উচিত হয়নি। মোহনবাগান সেটাকেই কাজে লাগিয়েছে।’ 

আবাহনী দল চোটে জর্জরিত। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েল্টন ছিলেন না ইনজুরির জন্য। অধিনায়ক নবীব নেওয়াজ জীবনও ম্যাচ চলাকালীন সময়ে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন। জীবনের চোটকে বড় করেই দেখছেন কোচ, ‘জীবনের চোট পাওয়া আমাদের বিপক্ষে গিয়েছে। তখন পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হই।’ 

প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ কিছু সময়ের জন্য আবাহনীর উপর ছিল। পরের অর্ধে খেলায় সন্তুষ্ট তিনি, ‘দ্বিতীয়ার্ধে প্রেসিং-পাসকে কাজে লাগিয়ে খেলায় ফিরেছিলাম। জুয়েলের গোলটি হলে ম্যাচের চিত্র বদলে যেতে পারতো।’

আবাহনী দল আজ রাতে দেশের উদ্দেশ্যে রওনা হবে। আজ বুধবার দুপুরে ইস্ট বেঙ্গল ক্লাবে আবাহনী দলের দাওয়াত থাকলেও দেশে ফেরার ব্যস্ততায় মোনেম মুন্নার স্মৃতিবিজড়িত ক্লাবে যাওয়া আর সম্ভব হয়নি। 

এজেড/এটি/এনইউ