সাইফ স্পোর্টিং ক্লাবের নতুন অধিনায়ক হয়েছেন রিয়াদুল হাসান রাফি। আজ সোমবার রাজশাহীতে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচের আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন ক্লাবটির নতুন ব্যবস্থাপনা পরিচালক শেখ মারুফ হাসান। 

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া গত কয়েক মৌসুম টানা সাইফের আর্মব্যান্ড পড়েছেন। চলমান প্রিমিয়ার লিগের প্রথম লেগের পর সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় পরিবর্তন আসে। কর্মকর্তা পরিবর্তন হওয়ার পর দলের অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। জামাল ভূঁইয়া অধিনায়কত্ব হারাচ্ছেন এটা ফুটবলাঙ্গনে শোনা গেছে এক সপ্তাহের বেশি সময়। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি এত দিন। আজ ম্যাচের আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা হয়েছে। 

জামালের অধিনায়কত্বে সাইফ স্পোর্টিং লিগে সম্মানজনক ফলাফল না করলেও ফেডারেশন কাপের রানার্সআপ হয়েছে একবার। রিয়াদুল হাসান রাফি সাইফ স্পোর্টিং ক্লাবে খেলছেন বেশ কয়েক বছর। তিনি সহ-অধিনায়কের দায়িত্বেও ছিলেন। রাফি জাতীয় দলেও একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার। 

এজেড/এটি