লিভারপুল আর আর্সেনালের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস লিগের আশা প্রায় শেষ হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে লিগে বাকি চার ম্যাচে ফল নিজেদের পক্ষে আনতে পারলে আগামী মৌসুমে অন্তত ইউরোপা লিগ বা ইউরোপা কনফারেন্স লিগে খেলার সুযোগ থাকবে তাদের সামনে।

বর্তমানে ৩৪ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে থাকা ইউনাইটেডকে তাই মৌসুমের বাকি চার ম্যাচে নিজের সেরাটাই দিতে হবে। যদিও কেউ কেউ মনে করেন, ম্যানচেস্টার ইউনাইটেডকে যদি আগামী মৌসুমে ইউরোপে না খেলতে হয় সেটাই বরং দলটির জন্য ভালো হবে। তাহলে নতুন কোচ এরিক টেন হ্যাগ দলকে নিজের মতো করে গড়ে তোলার জন্য কিছুটা বাড়তি সময় পাবেন।

তবে দলটির অন্তর্বর্তীকালীন কোচ রালফ রায়নিক সেই ভাবনার সাথে পুরোপুরি একাত্মতা পোষণ করছেন না, ‘(আগামী মৌসুমে ইউরোপে খেলতে না হলে) কিছু সুবিধা হয়ত পাওয়া যাবে। কিন্তু তার মানে এই নয় যে, আমরা এই মৌসুমের বাকি চার ম্যাচ ছেড়ে দেব। বাকি ম্যাচগুলোতে সেরাটা দিয়ে ফলাফল করে আনা আমাদের দায়িত্ব। তারপর দেখা যাবে আমরা এই মৌসুম কোথায় থেকে শেষ করি।’

শুক্রবার রাত পৌনে একটায় ঘরের মাঠে থমাস টুখেলের চেলসির বিপক্ষে মাঠে নামবে রায়নিকের ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট পাওয়া চেলসি টেবিলে ম্যান ইউনাইটেডের চেয়ে তিন ধাপ এগিয়ে আছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার ‘সুপ্ত’ আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ দিয়ে রেড ডেভিলদের অবশ্যই জয়ের ধারায় ফিরতে হবে।

এইচএমএ