চ্যাম্পিয়নস লিগে সরাসরি পা রাখার পথটা কঠিন হয়ে গেছে আগেই। শেষটাতে এসে জয় ছাড়া উপায়ও যেন নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। কারণ টানা দুই হার ও এক ড্রয়ে সেরা চার থেকে ছিটকে পড়েছে রেড ডেভিলরা। এমনই যখন দৃশ্যপট তখন ম‍্যানইউ পথে ফিরল। 

সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্ডফোর্ডকে ৩-০ গোলে জিতল ম্যানইউ। নিজেদের মাঠে ব্রুনো ফের্নান্দেসের গোলে এগিয়ে যায় রালফ রাংনিকের দল। এরপর স্পট কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন রোনালদো। রাফায়েল ভারানে করেন তৃতীয় গোলটি। 

ওল্ড ট্র্যাফোর্ডে নবম মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। সতীর্থ অ‍্যান্থনি অ‍্যালেঙ্গার কাছ থেকে বল পেয়ে নিশানা খুঁজে নেন ফের্নান্দেস। এই মিডফিল্ডার দুই মাস পর দেখা পেলেন গোলের। ৪৩তম মিনিটে প্রতিপক্ষের পোস্টে বল পাঠিয়েছিলেন রোনালদো। কিন্তু  অফসাইডে সর্বনাশ। 

তবে ৬১তম মিনিটে এসে ঠিকই সফল হন রোনালদো। এবার স্পট কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন তিনি। ডি-বক্সে তাকেই রিকো হেনরি ফাউল করতেই পেনাল্টি পায় ম্যানইউ। ৭২তম মিনিটে ভারানের গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এ অবস্থায় ৩৬ ম‍্যাচে ১৬ জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানইউ। সেরা চারে থাকলেই কেবল সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। সেই দৌড়ে ম্যানইউ গণিতের হিসাবে যদিও টিকে আছে তবে ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা লিগে খেলা নিঃসংশয় করতে তাদের এই জয়টা অনেক দরকার ছিল। 

ম্যানইউর এই যখন অবস্থা তখন ৮৩ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয়ের পথে ম‍্যানচেস্টার সিটি। ১ পয়েন্ট কম নিয়ে এরপরই লিভারপুল। দুই দলই খেলেছে ৩৪টি করে ম‍্যাচ।

এটি