প্রস্তুতির ঘাটতি নিয়ে রোববার সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ দল। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলবে টাইগাররা। ১৫ তারিখ ম্যাচ শুরুর আগে নিজেদের প্রস্তুত করার জন্য মাত্র ৬ দিন সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতি বলতে এটুকুই! এজন্য দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, আগে অনুশীলন পর্বটা ঠিকঠাক সারতে হবে। এখনি জয়-পরাজয়ের অঙ্ক কষছে না স্বাগতিকরা।

সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেওয়ার আগে ঢাকা বিমানবন্দরে খালেদ মাহমুদ সুজন বলছিলেন, ‘আমাদের শুরুটা ভালো করতে হবে। অনুশীলনটা ভালো করতে হবে। আমার মনে হয় দক্ষতায় আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মানসিকতাটা গুরুত্বপূর্ণ। আমাদের পাঁচ দিন ভালো করতে হবে। জুটি ভালো গড়তে হবে। আমার বিশ্বাস এসব আমরা ভালো করতে পারব।’

সঙ্গে যোগ করেন সুজন, ‘আমি জেতা-হারার প্রশ্নে যেতে চাই না। আমি চাই আমরা যেন ভালো ক্রিকেট খেলি। আমাদের যে পরিকল্পনা সেটা যেন ধরে রাখতে পারি।’

বাংলাদেশ দলে সাকিব আল হাসান থাকলে টিম কম্বিনেশনের কাজটা সহজ হয়ে যায়। এতে বাড়তি একজন বোলার বা ব্যাটার খেলানোর প্রয়োজন পড়ে না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিবের ভূমিকা ‘একের মধ্য দুই’; তবে টেস্ট সিরিজ আসলেই শুরু হয় বিপত্তি। সহজে পাওয়া যায় না বাঁহাতি অলরাউন্ডারকে। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে থাকলেও পারিবারিক কারণে খেলতে পারেননি তিনি। কম্বিনেশনের মারপ্যাঁচে পড়ে ম্যাচ হারতে হয় দলকে।

এখন পর্যন্ত যে খবর, তাতে আসন্ন লঙ্কা সিরিজের দুই টেস্টেই পাওয়া যাবে সাকিবকে। তার উপস্থিতি আত্মবিশ্বাসে রসদ দিচ্ছে বাংলাদেশ দলকে। অন্তত তেমনটিই মনে করছেন টাইগার টিম ডিরেক্টর সুজন। 

সুজন বলেন, ‘সাকিব দলের জন্য বাড়তি অনুপ্রেরণা। সব দলই চাইবে সাকিবের মতো ক্রিকেটার দলে থাকুক। আমাদের শক্তি বাড়বে। সমন্বয়ের জন্য সুবিধা হবে।’

দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

টিআইএস/এনইউ