১৪ বছরের ক্যারিয়ারে পেপ গার্দিওলা কম বড় খেলোয়াড়দের সামলাননি। তবে এবার তার বিরুদ্ধে এসেছে নতুন অভিযোগ। ম্যানচেস্টার সিটি কোচ নাকি ব্যক্তিত্বসম্পন্ন খেলোয়াড়দের সামলাতেই পারেন না। সম্প্রতি এক আলোচনায় এমনটাই বলেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার প্যাট্রিস এভরা।

চলতি মৌসুমে লিগ জেতার পথে ভালোভাবেই আছে গার্দিওলার দল। তবে চ্যাম্পিয়ন্স লিগের গেরোটা যেন খুলছেই না। গেল বছর তা-ও ফাইনালে হেরেছিল সিটিজেনরা। এবার সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও ৫ মিনিটের ঝড়ে স্রেফ উড়ে গেছে সিটি। 

এমন কেন হচ্ছে, তার কারণ খুঁজতে গিয়েই এভরা বলেছেন এই কথা। গার্দিওলার দল অবশ্য পরের ম্যাচেই নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জিতেছে ৫-০ গোলে। তবে বড় ব্যবধানের এই জয়ও মন গলাতে পারেনি সাবেক ইউনাইটেড ফুটবলারের।

ফরাসি এই সাবেক ফুটবলারের ভাষ্য, ‘ম্যানচেস্টার সিটির নেতা প্রয়োজন, কিন্তু গার্দিওলা তার দলে নেতা চায় না। সে খেলোয়াড়দের ব্যক্তিত্ব চায় না। সে একজন নেতা। সে কারণেই তারা অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়ে। সে কারণেই তাদের জন্য মাঠে তাদের সাহায্য করার মতো খেলোয়াড় থাকে না।’

সিটিতে কেন একজন ‘নেতা’ নেই, তার ব্যাখ্যাও দিলেন এভরা। বললেন, ‘সে এমন দলই পছন্দ করে। যাদের ব্যক্তিত্ব আছে, তাদের সঙ্গে অনুশীলন সেশনে মোটেও স্বচ্ছন্দ নয় সে। সেটা সে বার্সেলোনাতেও করেছে। তবে সে তার দল এমনভাবে তৈরি করে, যেন সে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারে। যখন পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন সে-ই কেবল সিদ্ধান্ত নেয়।’

চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতার পরপরই সিটি আর্লিং হালান্ডকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে। যার ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের জন্য দারুণ ফেভারিটই ধরা হচ্ছে তাদের। 

এভরা একেও দেখছেন সিটির বড় সমস্যা হিসেবে। এভাবে বড় অর্থ খরচ করে সিটির খেলোয়াড় ভেড়ানো পছন্দ হয়নি তার। তিনি বলেন, ‘সিটি একটা ভুল করেছে, এটা সত্য। তারা একটা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। এটা আমাকে পিএসজির কথা মনে করিয়ে দেয়, সেই ক্লাবটাও টাকার ওপরই নির্ভর করে কেবল।’

দলবদলে রিয়াল মাদ্রিদও অর্থ খরচ করছে। সেটা অবশ্য সমস্যা হিসেবে দেখছেন না এভরা। বললেন, ‘রিয়াল মাদ্রিদেরও টাকা আছে, কিন্তু তার পেছনে তাদের একটা গল্প আছে। সিটির কেবল টাকাটাই আছে, খেলোয়াড়রা কেবল সেটার জন্যই সেখানে খেলতে যায়।’

এনইউ