বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে সর্বাধিকবার চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী আরো একটু পিছিয়ে পড়ল। আজ বৃহস্পতিবার  সিলেটে নিজ ভেন্যুতে আবাহনী এক গোলে জয়ের পথেই ছিল, লাল কার্ড দেখে প্রতিপক্ষ শেখ রাসেলই ছিল ব্যাক ফুটে। সেখান থেকে আবাহনী হজম করেছে গোল, ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেলের সঙ্গে। তাতে শিরোপার লড়াইয়ে থাকাটা মারিও ল্যামোসের শিষ্যদের জন্য কঠিনই হয়ে পড়ল।

দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস ২-১ গোলে হারিয়েছে পুলিশকে। আবাহনীর ড্র ও কিংসের জয়ে দুই দলের মধ্যে ব্যবধান চার থেকে ছয়ে দাঁড়িয়েছে। ১৫ ম্যাচে কিংসের পয়েন্ট ৩৮ আর আবাহনীর ৩২। প্রিমিয়ার লিগে আর সাত ম্যাচ রয়েছে। সাত ম্যাচের মধ্যে আবাহনীর এই ৬ পয়েন্টের ব্যবধান ঘোচানো একটু কষ্টকরই হয়ে দাঁড়াবে বৈকি! 

সিলেটে ঢাকা আবাহনী জয়ের পথেই ছিল। ৩৪ মিনিটে মেহেদী হাসান রয়েলের গোলে ১-০ গোলের লিড নেয়। ৮০ মিনিটের সময় শেখ রাসেল দশ জনের দলে পরিণত হয়। রাসেলের ডিফেন্সিভ মিডফিল্ডার মানিক মোল্লা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময়ে দশ জন নিয়েই আবাহনীকে রুখে দিয়েছে জুলফিকার মাহমুদ মিন্টুর রাসেল। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে দিপক রায় হেডে গোল করে ম্যাচে সমতা আনে রাসেল।
 
লিগের আট ম্যাচ পর্যন্ত রাসেলের পয়েন্ট ছিল মাত্র পাঁচ। বাকি সাত ম্যাচে জুলফিকার মাহমুদ মিন্টু দায়িত্ব নিয়ে দলকে দশ পয়েন্ট এনে দিয়েছেন। ১৫ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে রাসেলের অবস্থান এখন অষ্টম। 

এজেড/এটি/এনইউ