২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন মোহামেদ সালাহ। তবে লিভারপুল ফরোয়ার্ডকে কার্লো অ্যানচেলোত্তি মনে করিয়ে দিলেন, প্রতিশোধের মিশনটা আসলে রিয়াল মাদ্রিদের। ১৯৮১ ইউরোপিয়ান ফাইনালে যে লিভারপুলের কাছে এবারের ফাইনালের স্বাগতিক শহর প্যারিসেই হেরেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ভালোই জমে উঠেছে কথার লড়াই।

তখনও ফাইনালে রিয়াল মাদ্রিদের চাম্পিয়ন্স লিগ ফাইনালে জায়গা নিশ্চিত হয়নি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয় লেগ খেলা বাকি। তার আগের দিন ভিয়ারিয়ালকে হারিয়ে নিজেদের ফাইনাল নিশ্চিত করে সালাহ বলেছিলেন, ফাইনালে তিনি রিয়াল মাদ্রিদকে চান। পরের দিন নাটকীয় জয়ে ম্যান সিটিকে টপকে মাদ্রিদ ফাইনালে জায়গা নিশ্চিত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাহ যেন তাদের সরাসরি হুমকিই দিয়ে বসলেন, ‘আমাদের কিছু হিসাব-নিকাশ বাকি আছে।’

২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের দিকেই ইঙ্গিত করছিলেন এই মিসরীয় ফরোয়ার্ড। যে ম্যাচে তখনকার রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের বাজে ট্যাকলের শিকার হয়ে আধঘণ্টা খেলেই মাঠ ছাড়তে হয়েছিল সালাহকে, হার আর চোটের বিষাদে নীল সালাহ পরের বছরই চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও রিয়ালের বিপক্ষে প্রতিশোধের আগুন নেভেনি। এবার তাই একেবারে ঘোষণা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিলেন।

মাদ্রিদ ক্যাম্প থেকে সালাহর হুঁশিয়ারির তাৎক্ষণিক জবাব কেউ দেয়নি। তবে অবশেষে দলটির কোচ অ্যানচেলোত্তি ওই প্রসঙ্গে মুখ খুললেন, ‘২০১৮’র ফাইনাল সালাহ’র জন্য অনুপ্রেরণা হতে পারে, তবে প্যারিসে কিন্তু মাদ্রিদও লিভারপুলের বিপক্ষে একটি ফাইনাল হেরেছিল। তাই আমাদেরও সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে।’

আগামী ২৯ মে (রোববার) বাংলাদেশ সময় রাত ১ টায় প্যারিসের স্তাদ দি ফ্রান্সে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

এইচএমএ