কিলিয়ান এমবাপেকে না পেয়ে রিয়াল মাদ্রিদ হতাশ, পিএসজির অর্থের ঝনঝনানিতে লা লিগা ক্ষুব্ধ। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডকে না পাওয়ায় বার্সেলোনা ভেতরে ভেতরে খুশি বলেই ধরে নিয়েছিল সবাই, পিএসজিকে নিয়ে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার বিস্ফোরক মন্তব্যে অবশ্য তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

এমবাপেকে যে বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়ে আরও তিন বছর ধরে রাখছে পিএসজি, সেটা ফুটবলের দলবদলের ‘বাজার নষ্ট’ করছে এবং এটা ‘ইউরোপীয় ইউনিয়নের নীতিবিরুদ্ধ’ বলে মনে করেন কাতালান ক্লাবটির সভাপতি। কাতালান দৈনিক ‘লা’স্পোর্তিও’র সঙ্গে এমবাপের নতুন চুক্তি নিয়ে আলাপচারিতায় লাপোর্তা বলেন, ‘খেলোয়াড়রা টাকার জন্য অপহৃত হয়ে আছে। ক্লাবের পেছনে যখন একটা রাষ্ট্র কলকাঠি নাড়ে, তখন এমনটাই হয়। এই ধরনের বিষয়গুলো ইউরোপে ফুটবলের ভবিষ্যৎকেই প্রশ্নবিদ্ধ করে।’

বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড নেইমারকে বিশ্বরেকর্ড ফি দিয়ে ২০১৭ সালে দলে ভিড়িয়েছিল পিএসজি। এখন ইউরোপীয় সংবাদমাধ্যমে খবর চাউর হয়েছে, ‘ভালো প্রস্তাব’ পেলে এই ব্রাজিলিয়ানকে ছেড়ে দিতে প্রস্তুত ফরাসি চ্যাম্পিয়নরা। তাই নেইমারকে আবারও বার্সায় দেখা যাবে কিনা সেই প্রশ্ন করা হয়েছিল লাপোর্তাকে, ‘ওর (নেইমার) মনে হয় এখন চার-পাঁচ বছর চুক্তিতে বাকি আছে। পিএসজির মতো ক্লাবে যারা খেলে, তাঁরা আসলে নিজেদের টাকার দাস বানিয়ে ফেলেছে।’

‘বার্সায় যারা ফিরতে চায় তাদের ফ্রি-তেই আসা উচিত। আমরা কেনার ক্ষেত্রে এমন অবস্থানে নেই যে এসব খেলোয়াড়কে জন্য দলবদলের টাকা দিতে পারব। টাকা থাকলেও অবশ্য আমরা সেটা করতাম না।’

এইচএমএ/এটি