দেশের ক্রীড়াঙ্গনে বয়সভিত্তিক প্রতিযোগিতা মানেই বয়স চুরির অভিযোগ। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় আরামবাগ ক্রীড়া চক্র জুনিয়র ও কামরাঙ্গী রচর ক্রীড়া উন্নয়ন পরিষদের ম্যাচ দিয়ে ২৮ তম আসর শুরু হয়েছে। দুই দলের খেলোয়াড়দের বাহ্যিক দৃষ্টিতে অ-১৫ ই লেগেছে প্রত্যক্ষদর্শীদের। 

দেশের ফুটবলের সর্বনিম্ন এই স্তরে দলগুলো পাড়া-মহল্লার। এক দল আরেক দলের খুব ঘনিষ্ঠ। ফলে সুপার লিগে খেলা, পাইওনিয়ার থেকে তৃতীয় বিভাগে উঠার ক্ষেত্রে সমঝোতার অভিযোগ বেশ পুরনো।

বয়সের ব্যাপারে যেমন কঠিন তেমনি এই সমঝোতা/পাতানোর ব্যাপারেও বেশ কঠোরের হুঙ্কার পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যানে মহিদুর রহমান মেরাজের, ‘লিগ শুরুর আগের দিন আমরা এই বিষয়ে ক্লাবগুলোকে বিশেষ বার্তা দিয়েছি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে থাকবে বিশেষ নজরদারি। আশা করি এবার বেশ স্বচ্ছ পাইওনিয়ার লিগ অনুষ্ঠিত হবে।’

আজ পাইওনিয়ারের উদ্বোধনে থাকার কথা ছিল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। হঠাৎ শারীরিক অসুস্থতায় তিনি উদ্বোধনীতে আসতে পারেননি। ফেডারেশনের সহ-সভাপতি ও পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান লিগের উদ্বোধন করেছেন। এই সংগঠক তরুণদের মধ্যে আশার আলো দেখছেন, ‘যতক্ষণ খেলা দেখলাম বেশ কয়েকজনকে প্রতিভাবান মনে হয়েছে। প্রতিভাবান ফুটবলারদের আমরা ধরে রাখার চেষ্টা করব।’ 

প্রতিভাবান ফুটবলার যেমন দেখা গেছে, তেমনি খেলার মৌলিক কৌশল ও নিয়মে অজ্ঞ এমন অনেককেও পাওয়া গেছে। এই বিষয়ে বাফুফের কাজের ক্ষেত্র দেখেন সাধারণ সম্পাদক, ‘পাইওনিয়ারে যাতে ফুটবলাররা ভালো প্রশিক্ষণ পায় সেই ব্যাপারটি আমরা সামনে নিশ্চিত করব।’ 

পাইওনিয়ারের সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। এবার সিটি কর্পোরেশনের পরিবর্তে এই লিগ হচ্ছে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বসুন্ধরার পৃষ্ঠপোষকতা সম্পর্কে ইমরুল হাসান বলেন, ‘ফুটবল উন্নয়নের জন্য বসুন্ধরা গ্রুপ কাজ করছে। সেই লক্ষ্যে পাইওনিয়ারে পৃষ্ঠপোষকতা করা। ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করা হবে আবার। অন্য কেউ যদি পৃষ্ঠপোষকতায় আগ্রহী হয় তাদেরও স্বাগত জানানো হবে।’

এজেড/এনইউ